পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । - > R>。 ( গীত । ) বিপদ কালে কোথায় আছি গো মা শঙ্করী। একবার দেখ দাও মা কৃপা করি । তামি পড়েছি ঘোর বিপদে, এসে রক্ষা কর অভয়পদে । রখ রাঙা পায় ঠেলোন পায়, (ওম! দুর্গে দুর্গে গো ) ( ওমা তারা তার গে। ( আমি শুনেছি মামার মূখে, ওম! দুর্গানামে বিপদ না থাকে (ওমা হুগে) ওমা ওম! দুর্গে। কোটাল। আরে বাচ্ছ ! কাহেকে তোমৃ মায়ি মায়ি বোলকে রোত হয়, মহারাজ কা ছকাম্ হুয়া হয়, তেরা শির যোধা করেঙ্গে, কবি তোমৃকে। নেহি ছোড়েগা । শ্ৰীমন্ত । কোটাল! তোমার দুটা করে ধরে বিনয় কোরে বলছি, আমাকে ছেড়ে দাও আমি আমার মার কাছে যাই । কোটাল। কেউরে বেটা মরুনেক বকৎ দেয়ালি দেখন্তা হয়, না কেয়া এসি আস্তে তেরা মুসে আবিতক ছোড়দেও ছোড় দেও বাৎ নেক লাতা হায়, এছি তরে তোমৃকো নেই ছোড়েগা দোনো টুকরা করুন ছেড়ে দেগা, চাই মায়িকে পাস যাও, চাই বাপ কে পাস যাও । শ্ৰীমন্ত । কোটাল ! তবে কি আমাকে ছেড়ে দেবেন, তবে কি আমি মাকে দেখতে পাবন, তাহোলে আমার মার উপায় কি হবে, মাযে আমার জন্য কেঁদে কেঁদে মারা যাবেন, একে দুঃখিনী মা আমার পিতার শোকে অতি অধীর, অতি কাতরা নয়নে নিরন্তর তারাকারার স্তায় ধারা বার হচ্ছে, 嚴 落 ১২৩