পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鱗 - 黑 ১২৪ শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । নেই আউর দের কবৃনে সে কুচ দরকার নেই, উঠ রে বেটা উঠ । ( পায়ে ঠেলা) শ্ৰীমন্ত । ( পদাঘাতে ব্যথিত হইয়া আন্তে আস্তে উঠিয়া) কোটাল ! আমি তোমার পদতলে পতিত হলেম, তুমি আমাকে পদাঘাত কল্পে, মাগো ! তোমার শ্ৰীমন্ত পদাঘাত খেয়েই এসেছিল, আর পদাঘাত খেয়েই চল্লো, সেখানে গুরুর পদাঘাত খেয়ে বার হোয়েছি, এখানে কোটালের পদাঘাত খেয়ে কৃতান্তপুরে চল্লেম, মাগে ! এজন্ম আমার পদাঘাতই প্রাণ নাশের কারণ হোলো! হায় হায় আমি পুত্র হোয়ে পিতা মাতার ঋণ পরিশোধ করতে পাল্লেম না, পিতাকে উদ্ধার কোরে মার দুঃখ মোচন কোর্তে পাল্লেম না, ও আমি কি পাতকী ! আমার জন্মে ধিক, নরলোকে এ নারকীর স্থান না হোয়ে নরকে স্থান হওয়াই উচিৎ । পিতাগো ! তুমি বিদেশে কারাগারে বন্দী হয়ে রইলে, আর জন্ম দুঃখিনী মা পিপাসিত চাতকীনির মত আমার আশপথ চেয়ে স্বদেশে থাকলেন, এই শোকশেল আমি বক্ষে করে চক্ষের জলে ভাসতে ভাসতে যমালয়ে চল্লেম, জীবন গেলেও আমার এ শোকশেল যাবেন, জীবনের সঙ্গে সঙ্গেই যাবে, যদি জন্ম জন্মান্তরে কীট পতঙ্গ পশুপক্ষী হই, তাহোলেও আমার এ শোক শেল বুকে কোরে বহন কোরতে হবে, কিছুতেই যাবার নয়, জন্মের মত হৃদয়ে বিদ্ধ হোয়ে রইলো, কোটাল ! আমি তোমার কাছে এত কোরে কাদছি, আমার কান্না দেখে | কি তোমার কষ্ট হোচ্ছেনা, তুমি কি হৃদয় পাষাণ দিয়ে, বেঁধেছ, অন্তর কি বজের সারভাগ দিয়ে গড়িয়েছ, এপাপীকে 絮 瓣