পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

יו. কমলে কামিনী দর্শন । - SHV যাচ্ছে! বাপ ! এই আমি তোর বন্ধন খুলে দিই, তুই চক্ষু মিলে চেয়ে দেখ (বন্ধন খুলিয়া) হায় হায় বাছার কমল করে কঠিন বন্ধনের দাগ পড়েছে, এও আমাকে চক্ষে দেখতে হোলো, এ দাগ খুল্লনা দেখলে তার মস্তকে বিনা মেঘে বজ্রাঘাত হবে, খুল্লন এদাগ, দেখে যদি শ্ৰীমন্তকে জিজ্ঞাসা করে শ্ৰীমন্তরে ! তোর হাতে এ দাগ কিসের ? সে সময় খ্ৰীমন্ত যদি বলে, মা ! দুরন্ত কোটাল আমার কর বন্ধন কোরেছিল, তাই শুনে খুল্লন যদি বলে খ্ৰীমন্ত ! তুই কি সেই সময় তোর দুর্গা মাকে ডাকিস্নি, শ্ৰীমন্ত যদি বলে মা দুর্গ মাকে ডেকে ছিলাম, দুর্গ মা বন্ধনের পরে এসেছিলেন । এই কথা শুন লেইত খুল্লনার বিষ নয়নে পড়বে, হায় আমি কেন বন্ধনের সময় শ্ৰীমন্তের কাছে এলেম না! জীবন সৰ্ব্বস্ব বাপ ! আমি তোর বন্ধন খুলে দিয়েছি, তুই চেয়ে দেখ বাপ রে! তুই নয়ন মুদে যে মহামন্ত্র দুর্গানাম জপ কচ্ছিস , সেই দূর্গ মা তোর কাছে এসে শ্ৰীমন্ত শ্ৰীমন্ত বোলে ডাকছে একবার চক্ষুমেলে চেয়ে দেখ বাপুরে শঙ্কা পরিত্যাগ কর। - ( গীত ) শঙ্কাপরিহর রে প্রাণাধিক । ( আর ভয়নাই ভয়নাই রে বাপ ) (অভয়া অভয় দিতে এসেছি আর) মা বলে আয় কোলে, ডাক চাদ মুখেতে, নয়ন মিলিয়ে দেখ, জগত জননী, এসেছে তোমার কাছে ওরে যাতুমণি । te