পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిy শ্ৰীমস্তের মশান গীতাভিনয় । কেও দেখতে পাবে, মাতাকেও দেখতে পাবে, তোমার সকল বাসনাই পূর্ণ হবে, তোমার কোন চিন্তা নাই, কিন্তু বৎস! আমার একটা কথা রক্ষণ কোরতে হবে, এসকল কষ্টের কথা যেন তোমার মাকে গিয়ে জানিওনা, তাহোলে তোমার মা প্রাণে বড় ব্যথা পাবে। শ্ৰীমন্ত। মা তা আর আমাকে বোলে দিতে হবেন, এখন আমি যাতে রক্ষা পাই তার উপায় কর । ভগবতী। ভয় কি বৎস ? এই আমি তোমাকে কোলে কোরে নিয়ে এখানে বস্লেম, দেখি কার সাধ্য তোমাকে বিনাশ করে । (শ্ৰীমন্তকে কোলে করিয়া ভগবতীর উপবেন) কোটাল | এজি রাম সিং এজি গঙ্গারাম সিং দোনে আদ্‌মি খাড়া হোকে ক্যা দেখৃত হয়, কাহাসে একঠো বুডি আকে মিঠা বাৎসে হামৃ লোকোনকো ভুলায় দেকে লেড় কা কো আপন ছাতি পর উঠায় লিয়, আবি হামু ক্যা কোরে ভেইয়া । রামসিং । এ বুড়ি তোম কোন ছায়; কুচ বাৎ নেই বোলকে কাহেকো লেড়কা কে ছাতি পর লিয়, লেড় কাকে ছোড় দে। নেহি তো তেরা বড় মস্কিল হোগা। ভগবতী। বাপ সকল ! আমি ব্রাহ্মণের মেয়ে আমাকে অত করে ধম্ কিওন, তাহোলে আমি মারা পড়বে, বাপ সকল ! আমি অনেক দূর হতে এসেছি আমাকে কিছুবোলোনা, আমার ছেলে আমাকে দাও, আমি ঘরে যাই, দয়াকোরে ছেলেটিকে দ্ভিক্ষা দাও, আশীৰ্ব্বাদ করি তোমাদের ভাল হবে। 篆 浆