পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• - শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । প্রথম অঙ্ক । প্রথম গর্ভাঙ্ক । অন্তঃপূর খুল্লনার কক্ষ । খুল্লন তাসীন । খুলনা । (স্বগতঃ) পাঠশালা হোতে কেন এখনও | অামার শ্ৰীমন্ত ফিরে আসছেন। তার বিলম্ব দেখে আমার | প্রাণ যে বড় ব্যাকুল হেীয়ে উঠলো, কিছুই ভাল লাগছেন। মা মঙ্গল চণ্ডি ! মা ইচ্ছাময়ি! তোমার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু দেখো মা ! যেন আমি শ্ৰীমন্তকে না হারাই, মাগো ! একে | নিদারুন পতি-বিচ্ছেদানলে দগ্ধ হচ্ছি, তার উপর যদি শ্ৰীমন্ত ধনে হারাই, অহো ! তাহলে আমার উপায় কি হবে! হ। প্রাণনাথ! স্ত্রী পুল ত্যাগ করে কোথায় নিশ্চিন্ত হেীয়ে আছ, আর কি দাসীকে দেখা দেবেন, জীবিতেশ্বর ! তোমার | চরণে তো কখন কোন অপরাধ করিনাই, তবে কি দোষে | দাসীকে ভুলে রয়েছ, প্রাণ বল্লভ । আর কতদিন তোমার অসহ বিরহানল সহ্য করবো, নাথ ! মৃণাল ছাড়া হলে কমলিনীর কি দুর্দশ হয়, তাতো জানেন, চন্দ্রছাড়া কুমুদিনীর | কি দশা ঘটে তাইবা ফোন না জানেন, রক্ষছাড়া লতার | আর মুখ কোথায়, জীবিতনাথ! জেনে শুনে বিরহগুণে কেন দগ্ধ করেন। একি হলে,— আমি যে চক্ষে কিছুই দেখতে পাচ্ছিলে,— আমি যে বৎস ক্রমন্তের মুখ দেখে কোন রূপে