পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蕪 - – । - • . *-y; o কমলে কামিনী দর্শন। - s8१ পরিধান কোরে অতি ভয়ঙ্করী মূৰ্ত্তিতে ভয় দেখাচ্ছে, কি আশ্চৰ্য্য! এত ঘোর অন্ধকার একেবারে দূরীভূত হোলো, কি সৰ্ব্বনাশ কি সৰ্ব্বনাশ, আবার যে শূন্যপথে কোপাগ্নি জ্বলে উঠেছে, প্রচণ্ড শিখা মুখ বাদন করে তর্জন কোর্তে কোর্তে পৃথিবীতে নাম্বার উদ্যোগ কোচ্ছে, উঃ কোপায়ি এ যে ধুধু কোরে জ্বলতে জ্বলতে আসছে, কি সৰ্ব্বনাশ দেখতে দেখতে সিংহল রাজ্য কোপাগুণে জ্বলে উঠলে, ঐ যে ধনীগারে আগুণ শয়নাগারে আগুণ হস্তিশালা অশ্বশালায় আগুণ, দেবালয়ে যে আগুণ, তোরণ দ্বারে রাজপথে, জলসিয়ে উদ্যানে, রাজ্যের সকল স্থানেই আগুণ,সমুদয় রাজ্যই অগ্নিময় সকলই দগ্ধ হোলো, নর নারী হস্তী অশ্ব গো গর্দভ সকলই দগ্ধ হোলো, রাজ্যে কেও রহিলন, সমুদয় ভস্ম, চক্ষে সমস্ত অগ্নিময় দেখছি, অগ্নি ভিন্ন আর কিছুই দেখছিনা, একি ! আমার অন্তর মধ্যে কোপাগ্নি জ্বলে উঠলে, মাথার ভিতর জ্বলে উঠলে, সৰ্ব্ব শরীর মধ্যে জ্বলে উঠলো, দগ্ধ হলাম, দগ্ধ হোলাম, হায় হায় মলম মলায়। (মুৰ্চ্ছা ) (মূৰ্ছা হইতে উঠিয়া ) হা হা হা নিৰ্ব্বাণ নিৰ্ব্বাণ কোপাগ্নি নিৰ্ব্বাণ, ওঃ এ আবার কি করাল বদনী কালি যে যোগিনীগণ সঙ্গে কোরে | চক্ষের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কি বেশ কি ভয়ানক বেশ করে অসি, মুণ্ডমালা গলে মুণ্ডমালিনীর এলোথেলো | কেশ, আরক্ত দুটা বিশাল নয়ন, লোলরসন, দিক বসন, | শবাসন, রুধির পানে মগন, তারা ত্রিনয়ন অতি ভীষণ .দশনা, হর ললনা যেন আমার চক্ষের উপর এসে মুহু মুহুঁ তাড়না কোচ্ছেন, দনুজ দলনী কাল বরনীর প্রশান্ত দুটা 藻 一浆