পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* - ه "3. : " কমলে কামিনী দর্শন । . . . (t জীবন ধারণ কোরে আছি,— আমি দুঃখ করলে পাছে খ্ৰীমন্ত আমার দুঃখ পায়, সেই জন্য আমি সকল কষ্ট সকল শোক মন হতে দূর কোরে দিয়েছি, কৈ এখনো তো আমার জীবন ধন আসছেন । ( গীত। ) কৈ সে জীবন ধন । না হেরে বাছারে ধৈরজ না মানে মন । - বিলম্ব দেখিয়ে অধীর জীবন, কোথায় রহিল আমার জীবনের জীবন, হেরি শূন্যময় সকল ভুবন, একি অলক্ষণ করি দরশন। হৃদয় রতনে, না দেখি নয়নে, অনিবারি বারি বহে নয়নে, চাতকিনী মত চেয়ে পথ পানে, আছি ভবনে, — কোল শূন্য করি গিয়েছে পড়িতে, কোলের ধন কখন আসিবে কোলেতে, ডাক বে চাদমুখে, মধুর স্বরেতে, ম। পোলে আমার যুড়াবে জীবন ॥ (লহনার প্রবেশ । ) লহন । ভগ্নি ! নির্জনে বসে ভাবছে কেন, কি হয়েছে ? - খুল্লন । দিদি ! আমি কি সাধ করে ভাবি, শ্ৰীমন্ত বই যে এ অভাগিনীর আর কেউ নাই, যশোদা যেমন