পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

燕下 - 蒸, কমলে কামিনী দর্শন । ծ 8 թ বহু তপবলে এমন সন্তান কে কোলে কোরেছে, শ্ৰীমন্ত ! তুমি জগদম্বার প্রধান ভক্ত, যোগীগণে আজীবন কাল গঙ্গাজলে শ্রদ্ধা বিল্বদলে পূজা করে যার পদকমলে স্থান পানুন তুমি অতি অপকালে তার পদ কমলে স্থান পেয়েছ, তোমার মত পুণ্যাত্মা আর পৃথিবীতে কে আছে। ( গীত । ) তোর কি ভাগ্য পুণ্যবল কি সাধন তপবল । তাইতে মা অভয়া, হইয়ে সদয়া, দিলেন পদছায়া বtধ সৈন্যদল । ইন্দ্র চন্দ্র বিধি, র্যারে নিরবধি, ধ্যান করেন সদা হইয়ে সমাধি, ভবহৃদি নিধি, র্তার কোলের নিধি, হলি গুণনিধি জনম সফল ৷ যোগীগণে যায় না পায় হৃদয় কমলে, ভব ভাবে পড়ে যার পদকমলে, সেই মা মঙ্গলে, যখন তোর মঙ্গলে. উদয় সিংহলে পাব মোক্ষফল । (ভগবতীর প্রতি) ওমা জগদম্বে ! সামান্য অপরাধে দাসকে কি এত কোরে ভয় দেখাতে হয় মা, ওম ক্ষেমঙ্করী ! ভক্তিহীন এ দীনকে ক্ষমা করম ? ওমা জগজ্জননী! আমি জীবাধম, অতি তুচ্ছ কীট বিশেষ, আমার নাশের জন্য রণ বেশ কেন মা ? ওমা রণ রঙ্গিনী । রণ রঙ্গে বিরত হও মা, মাগো ! আপনার কটাক্ষে কোট কোট ব্ৰহ্মাণ্ড স্থংশ হয়, আপনার পদভরে ত্রিলোক বিকম্পিত হয়, আপনার হুহুঙ্কার 诺 兰一瓶