পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ ৷ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । মরি মরি কি রূপ হেরি, ভুলিতে নাহিক পারি, করে ধরি, গ্রাসিছে করী, কমলেতে কামিনী । মাহ কিবা মনোরম’, ‘ অপরূপ অমুপমা, যেন গগণ চন্দ্রমা, উদয় দিবারজনী ॥ ( কমলে কামিনীর তিরোভাব । ) শ্ৰীমন্ত। মহারাজ ! সুমুখী বিমুখী হোয়ে লুকাল কমলে। প্রতিজ্ঞ পুৰ্ণ করিমু রেখ পদতলে। শালিবাহন। কোট কোট পুণ্যফলে তোমা হেন নিধি। সানুকুল হোয়ে মোরে দিয়েছেন বিধি । অৰ্দ্ধরাজ্য কন্যা দিব প্রফুল্ল অন্তরে । এস বৎস এস যাই লোয়ে কোলে কোরে ॥ ( শ্ৰীমন্তকে কোলে লইয়। রাজার প্রস্থান । - / তৃতীয় গর্ভাঙ্ক। দৃশ্য—কারাগার। (শৃঙ্খলাবদ্ধ দেবদত্ত, শিবসিংহ, ধনপতি প্রভৃতি বণিকগণ আসীন । ) দেবদত্ত । (স্বগতঃ ) হা ভাগ্য আর কতদিন ঘোরঅন্ধকারপূর্ণ নিরানন্দময় শমন ভবন তুল্য কারাগৃহে বাস কোরবো, হৃদয় যে ভেদ হয়ে যাচ্ছে, উঃ কি কষ্ট ! তমোময় মাতৃগর্ভ জরায়ুস্থ সন্তানের মত আর কতদিন এই গাঢ় তমসাচ্ছন্ন গৃহে বাস কৰ্ব্বো, হা জগৎ পিতঃ ! একবার পুত্রদের প্রতি দৃষ্টিপাত কর; দারুণ যম যন্ত্রণ সম ঘোর যন্ত্রণা | 鯊一 燕