পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"業 (\b ঐমত্বের মশান গীতাভিনয় । শুনে সিংহলে বাণিজ্যে এসে আমার যা হবার তা হোলো, হায় হায় কোথায় বা পতিপ্রাণ খুল্পনা রহিল, কোথায় বা আমি রইলাম, এ জন্মে যে আবার প্রেয়সীর সঙ্গে সাক্ষাৎ হবে, সে আশা আর আমার নাই, সেই আশায় আমি একবারে নিরাশ হোয়েছি,হায়হায় কি কষ্ট ! পঞ্চমমাস গর্ভাবস্থায় প্রিয়াকে দুঃখ সাগরে ফেলে এসেছি, তিনি যে কত কষ্ট কত যন্ত্রণ পাচ্ছেন, কিছুই জানতে পাচ্ছিনে, উার গর্ভে কন্যা হোলো কি পুত্র হোলো তারও কিছু জানতে পাল্লেম না, হয়তো পতিপ্রাণা পতিশোকেই গর্ভাবস্থাতেই প্রাণ ত্যাগ করেছেন; যদি তার গর্ভে পুত্র জন্ম গ্রহণ কোরতে, তাহোলেই অবশ্যই সে পুত্র পিতার অন্বেষণে বার হতে, ওমা সৰ্ব্ব মঙ্গলে ! আমি না বুঝে তোমার ঘটে পদাঘাত কোরেছি, আমাকে ক্ষমা কর মা ! আমার প্রতি সদয় হও মা ? একবার এ পাপীর মুখ পানে চাও মা, ওমা নরকান্ত কারিণি ! নিজ গুণে এ নিগুণে শ্ৰীচরণে স্থান দাও মা একবার মা দাসের প্রতি কৃপা দৃষ্টিপাত কর। ( গীত । ) কোথায় দয়াময়ী কোথায় রছিলে এসে দে ধন । সহেন সহেন প্রাণে দারুণ বন্ধন যাতন ॥ ঘোর সঙ্কটে পড়ে, তার গে। ডাকি তোমারে, একবার আসি কৃপ। কোরে, বিনাশ বন্ধন বেদন । দুর্গানাম করিলে পরে, ভীষণ ভবসিন্ধু ভরে,

  • জন্ম না হয় জঠরে, যায় মা ষম যন্ত্রণ।