পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S (bro শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । হোলো কেন ? পিতা পুত্রকে দেখলে যেরূপ প্রীতিলাভ করে, আমিও সেইরূপ প্রীতি লাভ কোচ্ছি, হৃদয় মাকারে অদ্ভুত পূৰ্ব্ব আনন্দ তরঙ্গ প্রবাহিত হোতে লাগলো, সন্তাপিত দেহ জীবন শীতল হোলো, বন্ধন যাতনাও দর হোলো, তবে কি ভববন্ধন মোচনের জন্য ভব বন্ধন বিনাশিনী ভবানী কাৰ্ত্তিককে সিংহলে পাঠিয়েছেন, ন, কখনই এ কুমার সে কুমার ন, তাহোলে শিখিবাহনে আসূতেন, বালক দেখে আমার মন এত বিচলিত হবার কারণ কি, তবে কি বালক আমার সন্তান, খুল্লনার গর্ভে জন্মেছে, এমন ভাগ্য কি আমার হবে, আমি পুত্রের মুখাবলোকন কোর্বে, পতি প্রাণ খুল্লনার গর্ভজাত সন্তান দেখবো, ও আমার কি দুরাশা, হায় হায় প্রেয়সীকে কোথায় ফেলে এলাম, এ জন্মের মত আর দেখা হোলোনা, জনমের মতই হারালাম। শালিবাহন। জিজ্ঞাসহ বৎস তুমি ! কেবা তব পিতা, অৰ্দ্ধ রাজ্য কন্যাদিয়ে তুষিব তোমারে। শ্ৰীমন্ত । ( দেবদত্ত প্রতি ) কহ আৰ্য্য কেবা তুমি কোথায় বসতি। কিবা নাম ধর বল তুমি কিবা জাতি । দেবদত্ত । দেবদত্ত নাম মম বনিক সন্ততি । গুজরাটে বসতি মোর বলিনু সুমতি || শ্ৰীমন্ত । (স্বগতঃ) হায় হায় হোলোনা মোর পিতার সন্ধান। বিফল হইল সব শ্রম অনুষ্ঠান। (শিবসিংহ প্রতি) বল আৰ্য কেবা তুমি কোথায় নিবাস। প্রকাশিয়ে পূর্ণ কর মম অভিলাষ। 絮 张