পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بي-سن-ساحساسات-پو কমলে কামিনী দর্শন। । See শিবসিংহ । শিবসিংহ নাম মম বারানসী বাসী । বাণিজ্যে আসিয়ে বৎস কারাগার বাসী। শ্ৰীমন্ত । (স্বগতঃ) হায় হায় হোলোনা ভাগ্যে পিতৃ দরশন। ফুরাইলো সব আশা জনমের মতন ॥ স্ত্রীদুর্গা স্ত্রীদুর্গ বলি জিজ্ঞাসি এবার। যা থাকে কপালে তাই হইবে আমার ॥ ( ধনপতি প্রতি ) বল ওহে সদাগর কিবা নাম ধর । সত্য পরিচয় দিয়ে আশা পূর্ণ কর। ধনপতি। ধনপতি নাম মম বাস উজ্জয়িনী । লহনা আর খুল্লনা দুই প্রণয়িনী ॥ পঞ্চমাস গর্ভবতী দেখে খুল্লনারে । বাণিজ্যে আসিয়ে বন্দী রাজ কারাগারে । দিলাম সত্য পরিচয় দেহ পরিচয় | কে তুমি কোথায় বাস কাহার তনয় ॥ খ্ৰীমন্ত । (স্বগতঃ) আহা সার্থক হইনু আজি শুনি তব বাণী। জুড়ালে শ্রবণ মম যুড়ালে পরাণী ॥ সার্থক হইল অামার শ্ৰীদূৰ্গার নাম । পূর্ণ হোলো এতদিনে সব মনস্কাম। (প্রকাশ্বে) পিতঃ ! আপনিই আমার পিতা, আমি আপনার ঔরসে খুল্লনার গর্ভে জন্ম গ্রহন কোরেছি, জননীর মুখে আপনার কারাগারে বন্দীর কথাগুনে ঐদুর্গানাম অবলম্বন করে বাড়ী হোতে যাত্রা কোরে বেরিয়েছি, সেই দয়াময়ীর দয়ায় | আপনাকেও দর্শন পেলাম, এমন ভাগ্য জগতে আর কার, পিতাকে উদ্ধার o যে পুত্রনামের পরিচয় দিকু o