পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . .”. . কমলে কামিনী দর্শন । । দুৰ্ব্বল। আচ্ছ। তবে চল্লেম, দুৰ্ব্বলার যতক্ষণ বলাবল | আছে, খুব খাটিয়ে লও। - . - ( দুৰ্ব্বলার প্রস্থান ) খুলনা । দিদি ! আমি মনে যা ভাবছি, তাই বুঝি আমার কপালে ঘটে । - লহনা। ওকথা কি মুখে আনুতে আছে, একটু স্থির হও, শ্ৰীমন্তের জন্য কোন চিন্তা নাই, সে এখনি আসবে। ( সকলের প্রস্থান ) দ্বিতীয় গর্ভাঙ্ক । 一灘一 পাঠশালা । গুরুমহাশয় আসীন । গুরু । (স্বগতঃ) এত বেলা হোলকৈ এখন তো কাকেও দেখছি নে, তবেকি আজ ছেলেরা পড়তে আসূবেন,—না আস্বার কারণ কি, আজ তো আর উৎসবের দিন নয় যে কামাই করবে, আর কামাই কল্লেই বা কি করবো, ওরাতে কথার বাধ্য নয়, মার্তে গেলে মার্তে আসে, শাসন করতে গেলে উলটে শাসন, করে, অন্যান্য ছেলেকে যদিও কোন রূপে মেরে ধরে বোলে কোয়ে শাসন কর্তে পারা যায়, কিন্তু শ্ৰীমন্তকে কিছুতেই পেরে উঠবার যো নাই। সেটা অতি অশান্ত, বিশেষতঃ আজ কাল বড় মানুষদের ছেলেদের শাসন করা শক্ত ব্যাপার হোয়ে পড়েছে,একটু একটুছেলেদেরুতেজ 絮 編 o