পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐমত্তের মশান গীতাভিনয় কত, স্পৰ্দ্ধার কথাই বা কি ; ছেলেদের মুখে পাকা বুড়োর কথা শুমূলে গাটা জ্বলে উঠে, ইচ্ছা করে সপাৎ সপাং লাগিয়ে দি, কিন্তু তাহলে কি আর নিজের প্রাণ বাচাতে পারবে যাই হোউকু, শ্ৰীমন্তকে আজ একবার ভাল করে দেখবো, আজ আমি তার কোন ওজর শুনৃবন, পড়া না বলতে পাল্লে, বিশেষ রূপ শান্তি দিব, ধনীর ছেলে বলে আর খাতির করবে না, খাতির কোরে কোরে আমার অখ্যাতি বাড়ছে, আর না, আস্কারা দেওয়া আর হবেন। (পুস্তক হস্তে সুরেন্দ্র, দেবেন্দ্র, নগেন্দ্র ও মহেঞ্জের প্রেবেশ এবং প্রণামান্তর যথাস্থানে উপবেশন । ) গুরু । বলি আজ এত বেলা কেন বল তো ? বড় আস্পৰ্দ্ধ বেড়েছে, বটে, আজ পড়া না বলতে পাল্পে হবে এখনি, বলি আজ কোন পুস্তকের পড়া আছে ? সুরেন্দ্র। আজ্ঞা শিশুবোধ পুস্তকের । গুরু। পড়া মুখস্থ হয়েছে ? সুরেন্দ্র | আজ্ঞা হয়েছে। গুরু। আচ্ছা তোমরা এক এক জন এক একটা স্থানের শ্লোক মুখস্থ বোলে তার অর্থ কর, সুরেন্দ্র ! তোমার কোনটা মুখস্থ হয়েছে বল । সুরেন্দ্র। যে আজ্ঞা বিদ্যাত্বঞ্চ নৃপত্ত্বঞ্চ নৈবতুল্য কদাচন। স্বদেশে পূজ্যতে রাজা বিষ্ঠা সৰ্ব্বত্র পুজ্যতে। 鯊 3