পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুঠং ঐমত্তের মশান গীতাভিনয়। আমার গায়ের রক্ত যেন জল হেয়ে আসছে, বেটার তেজ কত,—না হবেই বা কেন—বড় মানুষের বাড়ীর চাকুরাণী তেজতো হোতেই পারে, বড় মানুষের বাড়ীর চাকুরাণীদের অহঙ্কারে মাটীতে পা পড়ে না, তাদের কাছে মানীর মান থাকা কঠিন, বেটা যদি বড় লোকের চাকরাণী না হতো, তাহোলে কি আমাকে এত অপমান কোৰ্বতে পারতো, আজকাল ছোটর বৃদ্ধি বড়র হতমান, ভেবে আর কি কোরবো, কপালে র্যা ছিল তাই হলো, কিন্তু আমি এ রাগের শোধ না নিয়ে ছাডচিনে, শ্ৰীমন্ত এলে হয়, তার উপরেই এ রাগ তুলবো। (পুস্তক হস্তে ক্রমন্তের প্রবেশ।) শ্ৰীমন্ত । গুরুদেব ! প্রণাম হই । ( যথাস্থানে উপবিষ্ট) গুরু । ( রাগভরে ) শ্ৰীমন্ত ! আজি এত বেলা কেন ? দিন দিন যে বড় বাড়াবাড়ি কোরে তুল্লি, কিছু বলিনে বোলে আস্পৰ্দ্ধ বেড়ে গেছে বটে, আচ্ছ যে তিনট শ্লোক অভ্যাস কোর্তে বলা হোয়েছে, তাকি অভ্যাস হয়েছে ? শ্ৰীমন্ত। আজ্ঞা একটা শ্লোক অভ্যাস হেয়েছে, তার অর্থও বুতে পেরেছি, আর একটি শ্লোক অভ্যাস হোয়েছে, কিন্তু তার অর্থ বুতে পারি নাই, সেইটর অর্থ ভাল কোরে বুৰিয়ে দিতে হবে, আর একটা শ্লোক আদৌ অভ্যাস হয় নাই। গুরু। কোনটা অভ্যাস হোয়েছে বল, এবং তার অর্থ কর। শ্ৰীমন্ত | যে আজ্ঞা— মাতৃবং পরদারেষু, পরদ্রব্যেয়ু লোষ্ট্রবৎ । . আত্মবৎ সৰ্ব্বভুতেষু যঃ পশ্যতি সপণ্ডিতঃ ॥ - 濮 %