পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Ե শ্ৰীমন্তের মশান গীতাভিনয় ( শ্ৰীমন্ত অধোবদনে নিরবে অবস্থিতি ) বালকগণ । ( করতালি পূর্বক ) ছি ছি, শ্ৰীমন্ত তুই বাপের নাম জানিস না, তোকে ধিক , তুই আর আমাদের কাছে বসিস নে, আমাদের. সঙ্গে কথা কস নে; এমন কি আমাদের ছুসনে। শ্ৰীমন্ত । ( করুন স্বরে ) না ভাই ! আমি তোমাদের কাছে বোসতে চাইন, ছুতেও চাইনা কথা কইতেও চাইন, যদি কখন দিন পাই, যদি কালিকুল দেন, তবেই তোমাদের সঙ্গে কথা কব, নইলে এই কথায় আমার শেষ কথা, এই দেখাই আমার শেষ দেখা, গুরুদেব যখন তোমাদের কাছে আমাকে জারজ বোলে ভৎসনা কল্লেন, তখন আমার মরণই মঙ্গল (গুরুর প্রতি ) গুরুদেব ! আমি জারজ হই আর যাই হই, আমি যার গর্ভে জন্মগ্রহৎ কোরেছি, তিনিই আমার মা, তিনিই আমার পরমগুরু, তার পদই আমার মোক্ষ পদ, তার পদধূলাই আমার ইহকাল পরকালের সম্বল, তিনি সতী হুনু আর অসতী হন, আমার আরাধ্য দেবতা, আপনি আর অকারণ আমার কাছে মার নিন্দ কৰ্ব্বেন না। (গীত) কেন আর অকারণ । * . বল আমায় কুবচন, ইহকাল পরকালের ধন , মায়ের শ্ৰীচরণ। জান না কি শিক্ষা গুরু, পিতা মাতা পরম গুরু, e র্যাদের পদ কল্পতরু বিখ্যাত ভুবন ।