পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰমত্তের মশান গীতাভিনয়। তৃতীয় গর্ভাস্ক। খুলনার গৃহ। খুল্পনা লহনা ও দুৰ্ব্বল । খুলনা । দুৰ্ব্বল ফিরে এলে, পাঠশালায় শ্ৰীমন্তকেতে দেখতে পেলেন, তবে বাছ আমার কোথায় গেল, অহো! আমি যে দশদিক শূন্য দেখছি, দিনমণি! বিশ্বলোচন! তোমার চক্ষে জগতের সকল বস্তু পতিত হয়, আমার ঐমত্তের প্রতিও তোমার কৃপাদৃষ্ট পড়েছে, দেখাও-জীবন সৰ্ব্বস্বকে দেখাও আমি শ্ৰীমন্তকে না দেখে আর জীবন ধারণ কর্তে পারিন, অহো! আমার কি হলো, স্বামী পুত্র হারালাম, মা মঙ্গলচণ্ডি । তোমার মনে কি এই ছিল মা। : লহন । ভগ্নী কাতর হোওন, মা মঙ্গলচণ্ড অবশ্ব মুখ তুলে চাইবেন, শ্ৰীমন্ত এখনই ঘরে আসবে। দুৰ্ব্বল। ঐযে দুলালচাদ আসছেন, বাচুলেম দুৰ্ব্বলার দেহে বল এলো | ( ঐমত্তের প্রবেশ )' ' খুল্লন । কে বাপ শ্ৰীমন্ত এলি বৎস ; এতক্ষণ কোথায় ছিলি, হারে বাপ ! দুঃখিনী জননীকে কি এত কষ্ট দিতে হয়, বাপূরে, আমি যে তোর আশপথ চেয়ে রোয়েছি, তুই এলে 岂 36