পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

уга कमानं কামিনী দর্শন। - ףשא দফা নিকেশ, আমার আর বাড়ী যাওয়া ঘট চেন, ঘরের | গিন্নি অনেক আশা কোরে সেকরা ডেকে গহনা গড়তে | বোসেছেন, আমিও গিন্নিকে আশা দিয়ে এসেছি, বড় সহজ আশা নয়, হাজার টাকার আশা, তারতো মূলে শূন্য, এখন একটাকা হাতে কোরে বাড়ী যাই কি কোরে ; গেলেই তো গিন্নি মুড়ো ব্যাটায় ব্যাটাবে, না—আর বাড়ী যাওয়া হবেনা বনে গিয়ে তপস্যা কোরিগে, ভাগ্যে যা আছে, তাই হবে, মেগের দাস হেীয়ে থাকার চেয়ে বনে বাস করা সহস্ৰগুণে ভাল, যাই বনেই যাই । ( প্রস্থান ) খুল্লনা। (গলে বস্তুদিয়া কৃতাঞ্জলি পূৰ্ব্বক) মা সৰ্ব্বমদলে! তোমার অভয় পদে শ্ৰীমন্তকে সমর্পণ কচ্ছি, তারিণি ! পদতরণী দিয়ে বিপদ সিন্ধুপার কোরো। শিবে অশিব নাশিনী, সৰ্ব্বাপদ সংহারিণী, সচ্চিদানন্দ রূপিণী, শিবানী সৰ্ব্বাণী, কৃপাময়ী কৃপা কোরো, রক্ষা কোরে সিন্ধুনীরে, তব দাস ঐমত্তেরে দিয়ে পদতরণী । সৰ্ব্বে শারদে শুভদে, সৰ্ব্ব সম্পদ সম্প্রদে, শুভে সুখদে মোক্ষদে, শুম্ভ বিনাশিনী, কৃপাময়ী কৃপা কোরে, রক্ষা কোরে সিন্ধুনীরে, ভব দাস ঐমন্তেরে দিয়ে পদ তরণী ॥ শম্ভু হৃদি বিলাসিনী, শিশু শশধর ভালিনী, শশি শেখর সীমন্তিনী, সঙ্কট হারিণী, কৃপাময়ী কৃপা কোরে, রক্ষা কোরো সিন্ধুনীরে, , r