পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । ( সেধো, মেধে রামা, রামধনা কারিকর গণের প্রবেশ ) সেধো । বলি কিসের ধেড়া হে! বল আর একবার শুনি | ." - দূত। (উচ্চৈস্বরে) শ্ৰীমন্ত সদাগর বাণিজ্যে যাবেন, যে ব্যক্তি আজ দিবারাত্রের মধ্যে সাতখানি তরণী প্রস্তুত করে দিতে পারবে, সদাগর মহাশয় তাহাকে সহস্ৰ সুবর্ণ মুদ্রা পারিতোষিক দেবেন। ( ধেড়া বাদ্য ) সেধো । মেধে ! কি বসিল পারবি ? পাল্লে অনেক টাকা পাওয়া যায়,—যদি সাহস হয় তবে সকলে মিলে কোমর বেন্ধে লাগি আয়, পাল্পে কিন্তু একদিনে বড় লোক । মেধে । একদিনে সাতখানা লা তয়ের করা সহজ কিনা, তাই কোমর বাধবো, আমিতো আর মন্ত্র জানিনে, যে ফু দিয়ে সাতখানা লা গোড় ব, তুই ফু দিয়ে পারিস দেখনা । রামা | সকলুে মিলে কোমর বেঁধে আদা জল খেয়ে লাগলে সাত খানা লা তয়ের কল্পেও করা যায়, রামধনা ! তোর ঘরে স্থদুরির তক্তা বেশী আছে নয় ? ধনা | তোরা যেমন খেপা তাই হাবল তাবল কতকগুলা বক ছিস একি মাটর লা তাই সুদরির তালি তুলি দিয়ে সেরে সুরে দিবি, এতে পেরেক प्रां, পাট চাই, তবেতে এক এক মাসে এক এক খানা হয় কিনা তার ঠিক নেই, একদিনের মধ্যে সাতখান—একি কথা– সদাগরের ছেলেটা হয়তে পাগল হয়েছে, তাই দূত দিয়ে পাগলের মতন ঘোষণা বার কোরেছে । 帐。