পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

燕下 ਾ –ੇ কমলে কামিনী দর্শন । 8& সেধো । ঠিক কথা ভাই ঠিক কথা, টাকা টুকি সব মিছে, বাবা বাবা করে ছেলেটা খেপেছে, তাকে সন্তোষ করবার জন্য ভার মা এই ফিকির করেছে। M মেধে । ঠিক ঠিক,—দূর দূর, ওকথায় আর কাজ নাই, চল গিয়ে আপন আপন কাজ করিগে। (দূতের প্রতি) ওহে দূত! সদাগরের ছেলেকে বলগে, যদি বছর খানেক সময় দেন, তাহোলে আমরা অলপ টাকা নিয়েও সাতখানা লা তয়ের করে দিতে পারি, নৈলে আমাদের বাবার বাবা তার বাবা এলেও পারবেন, যদি তার মত হয়, তাহোলে আমাদের খবর কোরো, এখন আমরা চল্লেম | ( সকলের প্রস্থান ) দূত। (স্বগতঃ) কারিকরেরা সকলেই পেচুলে, কেউতে সাহস কোল্লেন, সাহস কোবেই বাকি, একদিনের মধ্যে সাতখানা লা তয়ের করা কি সহজ, না ভরসা করে | কেউ বুক বাধতে পারে, মানুষ কারিকরের তো কৰ্ম্ম নয়, | তবে যদি স্বর্গ হতে বিশ্বকৰ্ম্ম আসেন, তবেই হবার সম্ভব, আমি আর মিছে ধেড়া দিয়ে মরি কেন, যাই সদাগর মহাশ য়ের কাছে যাই । - ( প্রস্থান ) o w