পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫• শ্ৰীমস্তুের মশান গীতাভিনয়। তরিবারে তরী যদি কাল প্রভাতে, না পাই তবে ঝাপ দিব অকুলেভে, যাব গে৷ জননী ভাসিতে ভাসিতে, পিতাকে আনিতে সিংহল পঠনে। পিতৃ ঋণ শোধিতে জগত চিন্তামণি, নন্দের নন্দন হয়ে বাধা বইলেন তিনি, জগত চিন্তামণি, রাম গুণমণি, ' বাকল পরে গিয়েছিলেন বিজনে। খুল্লনা । কেঁদনা কেঁদনা আর দিওনা বেদনা | সহেন সহেন। আর তোমার যন্ত্রণ ॥ ভাসিতে হবেনা বৎস! ভীষণ পাথারে। যাও ত্বরা করি বাছা শয়ন মন্দিরে | শুদ্ধ চিত্তে নয়ন মুদে ভাব তারিণীরে। তারিণী তরণী দিবেন অকুল পাথারে। চিন্তা ত্যজি চিন্ত তার চরণ তরণী । প্রভাত না হোতে তুমি পাইবে তরণী ॥ মঙ্গলারে পূজিবারে চলিলাম আমি। মঙ্গলা মঙ্গল করবে মনে আমি জানি। নাহি ভয় অভয় দিলাম রে তোমারে | অভয়ার অভয়পদ ভাবগে অন্তরে ॥ শ্ৰীমন্ত। যে আজ্ঞা মা ! যাই তবে শয়ন আগারে। আশীৰ্ব্বাদ কর মাতঃ প্রফুল্ল অন্তরে। - - ( প্রস্থান ) খুল্লনা। দিদি ! আমিও বাই মঙ্গলার মন্দিরে গিয়ে ধন্ন দিইগে । লহনা। চল আমরাও তোমার সঙ্গে যাই । t ( সকলের প্রস্থান ) { 黨 鯊 'N,