পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমন্ত । খুলনা । শ্ৰীমন্ত । খুলনা । শ্ৰীমন্ত । খুলনা । শ্ৰীমন্ত । খুল্লন । শ্ৰীমন্ত । খুলনা । শ্ৰেীমন্ত । খুল্লন । শ্ৰীমন্ত । খুল্লন । শ্ৰীমন্ত । খুল্লনা । শ্ৰীমন্ত । খুল্লন । শ্ৰীেমত্ত | খুল্লন । • ক্রমন্ত । ৰমনে কৰিী দর্শন। আনিব পিতারে মাগো ! সত্বর ভবনে, সদয় হোয়ে বিদায় দাও, অভাগ্য সন্তানে । জিজ্ঞাসিব আমি যাহা বলতে পার যদি। তাহোলে বিদায় দিতে পারি গুণনিধি ? কি জিজ্ঞাসা করিবে মা ! কুর মা সত্বর । দুর্গ নাম কোরে আমি করিব উত্তর ? তুফাণে পড়িলে তরী কি করিবে বল । নয়ন মুদে দুর্গানাম করিব কেবল ? ঘুর্ণিত অতল জলে পড়িলে তরণী । অন্তরে ভাবিব তার চরণ ভরণী ? প্রতিকূল বায়ু যদি বহে অবিরাম। তাছোলে করিব আমি ঐদুর্গার নাম | তরঙ্গ তাড়নে যদি তরী ডুবে যায়। দুর্গানাম ভেলা করি উঠুব কিনারায় ? জোয়ারের জোরে যদি তরী ভেসে যায়। দুর্গানাম বলে তরী ফিরাবো ত্বরায় ? ত্রিধারার ভীষণ স্রোতে পড়িবি যখন । তারা ত্রিনয়নী বলে ডাকিব তখন ? হাঙ্গর কুম্ভীরে যদি তরী করে গ্রাস । দুর্গানাম ব্ৰহ্ম অস্ত্রে কোরব তারে নাশ ? ভয়ঙ্কর দানবেরা যদি এসে পড়ে । দানব দলনী নাম কোর্বে উচ্চৈঃস্বরে ? রাক্ষসেরা যদি এসে বিপদ ঘটায়। বিপদ ভঞ্জিনী বোলে ডাকিব তথায় ? \