পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । হৃদয়েরি মণি, দেখে তবে যেও সাবধানে, দেখে ওহে বনবাসী তরুলতা গণ, চন্দ্র সূৰ্য্য আলোকাদি গ্রহ উপগ্রহ, সাগর কন্দর বাসী দেবতা সকল , অনন্ত বিমান চর যে আছ যেখানে, নিশীথ বিহারী দেখো দানব রাক্ষস, যক্ষ, রক্ষ, নর দেখে। কিন্নর অপাের, ভূত, প্রেত, পিশাচাদি বেতাল ভৈরব, সকলের সন্নিধানে দুঃখিনী জীবন, শ্ৰীমন্তেরে সমৰ্পিমু রক্ষিও সঙ্কটে। ( গীত ) দিলাম দিলাম তুঃখিনীর জীবনে । সদত জীবন ধনে, রেখে। সযতনে, দেখিও দেখিও সবে বনে জীবনে, দেখো হে দেবগণ নিশীথ বিহারী, দেখো দেখে যক্ষ রক্ষ, গন্ধৰ্ব্ব অপসরী, দেখে হে দিল্লর কিন্নর, আজ সপিলাম তোমাদের করে জীবনের জীবনে ৷ দেখো গো মা ব্ৰহ্মময়ী ব্রহ্মসনাতনী, অবোধ শ্ৰীমন্ত আমার উঠিল ভরণী, বিপদে ঐ পদ তরণী, দিও তারা ত্রিনয়নে স্বগুণে সত্তানে । to নাবিক। সদাগর মশাই । আর দেরি করেন কেন ? লায় চড়েন না, লা ভাসায়ে দি । খুলনা । (স্বগতঃ) না আর দেরি করা হলোনা নাবিকের সকলে অস্থির হোয়েছে, বেলাও শেষ হোয়ে এলে, শ্ৰীমন্ত । 業 濒