পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

凯、 কমলে কামিনী দর্শন। so তো আমার কিছুতেই থাকবে না, সুতরাং বাছাকে আমার নাবিকদের হাতে হাতে সাপে দিতে হলো, ( নাবিকদের হস্ত ধারণ পূর্বক ) নাবিকগণ আমার হৃদয় ভাণ্ডারের অমূল্য মণি তোমাদের হাতে সাপে দিলেম, তোমরা খুব সাবধানে আমার বাছাকে নিয়ে যেও, দেখ যেন অযতনে দুঃখিনীর জীবন ধনে হারিও না, যাবার সময় তোমাদিগকে আর এক কথা বলে দিই, শ্ৰীমন্ত আমার অতি শিশু, যখন নিদ্রার ঘোরে স্বপ্ন দেখে মা মা বলে কেঁদে উঠবে,তখন তোমরা আমার শ্ৰীমন্তকে বুকের মধ্যে করে রেখে,যদি প্রবল ঝড় বাতাসে সাগর তরঙ্গে তরী টলমল করে, তাহোলে খ্ৰীমন্তকে কোলে কোরে সাহস দিও, যখন কিনারায় নীেক লাগাবে, তখন যদি শ্ৰীমন্ত তীরে উঠতে চায়, তাহোলে তোমরা কেহ না কেহ শ্ৰীমন্তের সঙ্গে যেও, কখন মাঠের মধ্যে বনের মাঝে অঘাটে নৌকা লাগিওনা, রাজধানী নগর গ্রাম পল্লি কিম্বা ভাল ঘাট দেখে নীেক লাগিও, শ্ৰীমন্ত যদি কোন রাজধানী দেখতে ইচ্ছ করে, তাহোলে তোমরা শ্ৰীমন্তের সঙ্গে অতি অবশ্ব করে যেও, যেন কোন বদলোক জোচ্চোরের হাতে পড়ে বাছার প্রাণ না যায়, বাপ সকল ! আমার মাথা খাও, যে কথা গুলি বলে দিলেম, মনে করে রেখো, (তরণীর প্রতি ) ও মা জলবিহারিণী তরণী ! জনম দুঃখিনী খুল্লনার জীবন মণি তোমাতে আরোহণ কল্পে, দুঃখিনীর জীবনকে বক্ষে করে রক্ষা করে, কাষ্ঠ নির্মিত বলে যেন কঠিন হোওন, প্রবল বঞ্জ বাতে সিন্ধুতরঙ্গ যতই কেন উঠুকনা যেন আমার শ্ৰীমন্তকে ভয় .দেখিওন, ঘুণিত অতল জলে পড়ে ঘুণিত হয়ে যেন আমার 濕