পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

籌 一黨 | ૭8 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । বাছাকে ঘুরাওনা, ( নাবিকের প্রতি) ও গো বাছা নাবিকগণ ! তোমরা তবে আমার জীবনের আধার শ্ৰীমন্তকে সঙ্গে ক’রে তরীতে আরোহণ কর । নাবিক। কর্তা মা ! ভয় করেন কেন, মোরা আপনার ছাওয়ালকে লগ করে নিয়ে যামু, লগ করে নিয়ে আসমু। শ্ৰীমন্ত। জননি! প্রণাম হই, বড় মা প্রণাম হই, ম৷ তবে এখন আমি আসি । - খুলনা । এস যাদু এস, মঙ্গলা তোমার মঙ্গল করুন। লহনা। এস বাপ এস, মা দুর্গা তোমাকে রক্ষা করুন। শ্ৰীমন্ত । (দুৰ্ব্বলার প্রতি ) দুৰ্ব্বল ! আমার দুঃখিনী মা থাকলেন সৰ্ব্বদা দেখ, মারচক্ষু ছাড়া হোয়ে যেন কোন খানে যেওনা, জন্ম দুঃখিনী মা যেন আমার জন্য কেঁদে কেঁদে মারা না যান, পাগলিনীর মত যেন পথে পথে ঘুরে ঘুরে না বেড়ান আমি যেন ফিরে এসে মাকে দেখতে পাই, (লহনার প্রতি ) বড় মা ! আমার মাকে খিদের সময় যত্ন করে খেতে দিও, মা যেন আমার জন্যে আহার নিদ্রা ত্যাগ করে মারা না যানু, আমি যেন এসে মার চরণ দেখতে পাই । লহনা । বৎস! তোমার মারজন্য ভেবে না,তোমার মাকে আমি যত্ন করে রাখবো, তুমি নিশ্চিন্ত হয়ে দুর্গ দুর্গ বলে যাত্রা কর । - শ্ৰীমন্ত । যে আজ্ঞা দুর্গা–দুর্গা– [ তরণী আরোহণ পুৰ্ব্বক নাবিকগণ সহ প্রস্থান ।

  • -wo