পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*— سس 梁 \'\', শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । পশু পক্ষী বিহঙ্গম, ফুলে আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কারুকার্য্য, যিনি জ্ঞান বুদ্ধির অগোচর,তিনি কিনা বল্লেন আমি বুঝতে পাল্লেম না, ( প্রকাশ্বে ) হরি হে! সত্য সত্যই কি আপনাকে বুঝিয়ে দিতে হবে ? বিষ্ণু। কি আশ্চর্ঘ্য বুতে পাল্লেম না, বুৰিয়ে দেবেন। ইন্দ্র । সনাতন! স্বৰ্গ যে সুখময় তা আমরা বিশেষ রূপ জানি, কিন্তু আপনার অভাবে সুখ শশী অস্তমিত ছিল । বিষ্ণু। আমি ছিলামনা বলে কি স্বৰ্গধামে শশী উদয় হয়নি! এবড় আশ্চর্য্য কথা, তবেকি স্বৰ্গধাম অন্ধকারে আচ্ছন্ন ছিল । ইন্দ্র। আজ্ঞ না, স্বর্গে অন্ধকার ছিলনা, কিন্তু আমাদের অন্তরে অন্ধকার ছিল, শশী উদয় হয়ে বাহিক অন্ধকার নাশ করতেন, আমাদের অন্তরের অন্ধকার তো নাশ কর্তে পার্তেন না ? বিষ্ণু । তবে তোমাদের অন্তরের অন্ধকার কিরূপে নাশ | হলো ? ইন্দ্র। অকলঙ্ক কৃষ্ণচন্দ্র উদয় হওয়ায় । বিষ্ণু ও এই কথার জন্য এত কথা, ভাল ভাল । ব্ৰহ্মা | দীনদয়াময়! আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, কোন দোষ গ্রহণ কৰ্ব্বেন না, বলি আরতে মর্তে গিয়ে জন্ম গ্রহণ কর্তে হবেন, মর্তের মায়াতে ত্যাগ করেছেন। পবন । পিতামহ । ঠাকুর কি মর্তের মায়া ত্যাগ করতে পারেন, তাই ত্যাগ কৰ্ব্বেন, পাণ্ডবেরা ডাক্‌লে আর ঠাকুরকে রাখে কে ? ঠাকুর আমি চলে যাবেন,কার কথাও রাখবেন না । 凝 i 藩