পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ শ্ৰীমন্তের মশান গীতাভিনয়। রাম রূপে সকল আত্মাতেই বিরাজ ক’চ্ছ, শ্ৰীমন্ত যেন আমার কোন বিপদে পতিত না হয় | ( গীত । ) দেখে। ভগবান, করুণ নিধান, দুঃখিনীর সন্তান,সপিলাম করে। তোমার কৃপাবপে, ভাসালাম অকুলে, যেন হে সিংহলে, পৌছাতে পারে। বলি ওহে হরি ভবকর্ণধার, শ্ৰীমস্তে তারিতে হোও কর্ণধার, শ্ৰীমন্ত আমার না জানে সাভার, যেন তরি তার না ডোবে সাগরে । হুৈ দেব পবন তোমায় এই মিনতি, , হয় যেন তোমার মৃদু মন গতি, - هـ. হোওনা আকুল, থেকে অমুকুল, যেন পায় কুল, অকুল পাথারে। বিষ্ণু । যে আজ্ঞা মা ! আপনার ঐমন্তের জন্য কোন চিন্তা নাই, আপনি নিশ্চিত্ত হয়ে কৈলাসে যান, আমরা সকলে আপনার আদেশমত কার্য্যে নিযুক্ত হয়ে, শ্ৰীমন্তকে রক্ষণ কোৰ্ব্ব, কিন্তু মা ! মগরার মোহনায় একবার খ্ৰীমন্তকে বিপদে ফেলবো, সেই সময় আপনি যে কেমন ভক্তবৎসল৷ মা সেই ট একবার আমরা ভাল করে দেখবো, এখন আমরা চল্লেম | ( প্রণামান্তর প্রস্থান ) ভগবতী। পদ্ধা! এখন কৈলাসে যাওয়া হবে না, চল, lo" প্রয়াগে যাই, সেখানে আমার স্বপত্নী গঙ্গা আছেন, 粥