পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । - bW) 。 তরঙ্গিনি । তরঙ্গ রূপ উৰ্দ্ধ বাহু তুলে আর আমাকে ভয় দেখিও না, ক্ষান্ত ছও, মা ওম জীবন রূপিণি! সেই জন্যই তোমাকে এত অমুনয় বিনয় কোরে বলছি, সন্তানের কথা রাখ মা ! ভয়ঙ্কর কল কল স্থনি ত্যাগ কোরে মধুর কুলু | কুলু নিতে অভয় দাও মা ! ( পুনরায় বিদ্যুৎ বজ্রাঘাৎ) ওঃ কি নিবিড় ঘন ঘট, কি তর্জন গর্জন, প্রবল ঝঞ্জাবাতের কি ভয়ানক সে সো শব্দ, কি ভয়ানক আস্ফালন, ও ঘন ঘন বজ্ৰাঘাৎ ওঃ কি ঘন ঘন বিদ্যুতের প্রভা, ওঃ একি বিষম তরঙ্গমাল, তরণী যে টলমল কোতে লাগলো মলেম, মলেম— ডোবে তরী ডুবে মরি রক্ষ রক্ষাকালী। বাপিমু অকুল মাঝে দুর্গা দুর্গ বলি। ( ঐমত্তের নদীতে ঝম্প প্রদান ) (ভগবতী শ্ৰীমন্তকে কোলে করিয়া করুন হৃদয়ে গান করিতে করিতে নদী হইতে উত্থান ) ( গীত )

ওরে আমীর নয়নতার হৃদয় রঞ্জন । ( ওবাপ ) আজ ভোরে কোলে করি ঘুচিল বেদন ॥ দেখে ভোর সঙ্গল নয়ন, ভাসছে আমার নয়ন, শোকানলে জলে জীবন সদা সৰ্ব্বক্ষণ, চামুখে মধুর স্বরে, ম বলে ডাকরে আমারে নইলে অকুল পাথরে তাজিব জীবন ৷