পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

紮 - 丁蒸 কমলে কামিনী দর্শন । boሉ কতদূরে আছে আর সিংহল পাঠন। কহ কহ কর্ণধার করি দরশন | কখন পৌছিবে তথা কত আছে দেরি। ব্যাকুলিত মন প্রাণ বল শীঘ্ৰ করি। নাবিক। ও করত, এছন ডের দেরি, এহনিপর সেতুবন্ধ আম সরাই । - শ্ৰীমন্ত। কর্ণধার। শীঘ্র তরণী নিয়ে চল, সেতুবন্ধ রামেশ্বর দর্শন করিগে । - নাবিক। আচ্ছ কর্তা তবে চলেন । ( প্রস্থান) চতুর্থ গর্ভাঙ্ক। সেতুবন্ধ রামেশ্বর। (মহাদেবের প্রতিমূৰ্ত্তি প্রকাশমান ) মহাদেব। (স্বগতঃ }কৈ আরতে এলেন না, আরতে দেখা দিলেন না, সেতুবন্ধ কালে সেই যে স্থাপন কোরে গেলেন, সেই হোতেই আমি এখানে অবস্থিতি কচ্ছি, আর কেবল সেই স্ত্রীরাম চরণারবিন্দ দিবানিশি ভাবছি, আর কি সেই দয়ার জলধি রাম গুণনিধির এখানে শুভাগমন হবেন, তার সেই নবীন নিরঙ্গ নিন্দিত নীলকান্তি আর কি k দেখতে পাবোন, এদীনের এমন দিন কি হবে, এত মনে 派 淄