পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

繁 o' . . . .... . o o ४४ ॐमण्डद मशीन औडाडिनग्न । । কিছুতেই উদয় হয়না, অযোধ্যানাথ অযোধ্যায় যাবার সময় রাম সীতার যুগল রূপ দৰ্শন করায়ে আমাকে বোলে গেলেন, আমি আসি, আমি তার সেই আশাপথ চেয়ে এই অকুলের কুলে অবস্থিতি কচ্ছি, কৈ অকুলের কাওরাত অনুকুল হলেন না, আমি যে আজীবন কাল রাম রাজীবলোচনের রাজীব চরণ চিন্তা কচ্ছি, কৈ তার চরণ তো পেলেম না, হায় হায়! আমি পেয়ে নিধি হারিয়েছি । ( বিভীষণের প্রবেশ ) বিভীষণ । জয় বিশ্বনাথ বিশ্বেশ্বর বোমকেশ মহেশ্বর। জয় আশুতোষ কৃৰ্ত্তিবাস জয় দেব দিগম্বর ॥ জয় ভূতনাথ বামদেব মহাযোগী যোগেশ্বর। জয় বিরুপাক্ষ নীলকণ্ঠ হে গিরীশ গঙ্গাধর । জয় চন্দ্রচূড় শূলপাণি ত্রিলোচন স্মরহর । জয় জটাধারী যোগীনাথ যোগেশ্বর যোগীবর | ( গীত । ) হে শিব শঙ্কর । বল কি হবে আমার গতি, গতির নাহি সঙ্গতি, কুপথে কেবল মতি, ফেরে নিরন্তর । আসার সংসার সার, করিয়ে করি পসার, তবু না দেখি মুসার, ভ্ৰমি বারে বার। ভলে যদি আশুতোষ, নিজ গুণে আশুতোষ, ভবেই এ দীন দাস পায় হে নিস্তার ॥