পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামনা দশন : . ৮৭ ৷ বিভীষণ। প্রভো! আপনি ঐরাম স্থাপিত, রামগুণা- | বলী বিশেষ অবগত আছেন, দয়াময়! দয়াকরে রামগুণাবলী { কীৰ্ত্তন করুন, শুনে জন্ম সফল করি। . মহাদেব। লঙ্কানাথ! অনন্ত অনন্তমুখে যার গুণাবলী কীর্তন করতে পারেন না, আমি পঞ্চমুখে ভার গুণাবলী কিরূপে কীৰ্ত্তন করব,আমি যদি রামগুণ কীর্তনে সক্ষম হতেম | তাহোলে কি এই অকুলের কুলে পড়ে থাকৃতেম, বরং তুমি রামগুণ কীৰ্ত্তন কর, আমি শুনি । বিভীষণ । দেব ! কি আশ্চৰ্য্য, আপনি রামগুণ কীৰ্ত্তনে অসমর্থ, আমি রামগুণকীর্তনে সমর্থ, আমি অপবুদ্ধি হীন জাতি সামান্য রাক্ষস, আমার দ্বারা কি রামগুণ কীৰ্ত্তন সম্ভবে ? | মহাদেব । রাক্ষসনাথ ! যদিও তুমি রাক্ষস সত্য, কিন্তু | আর তোমাতে রাক্ষসত্ব নাই, কাচ কাঞ্চনে জড়িত হলে সে যেমন অপূৰ্ব্ব শোভা ধারণ করে, তেমৃনি রাম সহবাসে তোমার রাক্ষসত্ব গিয়েছে, এখন তুমি অমর দেবতাস্বরূপ, অনায়াসে । রামগুণ কীৰ্ত্তন করতে পার । বিভীষণ । অনাদিনাথ ! আমি দেবতাস্বরূপ হলে কি সেই দুৰ্ব্বাদলশ্বাম রাম চরণে বঞ্চিত হতেম ; কখই না, মহেশ্বর ! মহতের সহবাসে থাকলেই যে মহৎ হয়, এ মনেও । করবেন না, নীলকণ্ঠ ! আপনার কণ্ঠে যে বিষ আছে, তার কি প্রাণ নাশিক শক্তি নাই, আপনার কপালে যে আগু৭ জ্বলছে, তার কি দাহিকা শক্তি নাই, চন্দ্রশেখর। আপনার । ভালে যে চন্দ্ৰ আছে, তাতে কি কলঙ্ক নাই, যোগীবর! আপনার জটাজালে যে বিষধর আছে,ওকি দংশন করে না, অতএব ALG 編