পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* পঞ্চদশ পরিচ্ছেদ > oこ。 প্রবেশ করিব, নতুবা নহে। গোবিন্দ, তুই আসিয়া আমার চিতাশয্যা রচনা করিলে তবে আমি নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব।” t মহারাজপুত্র ও সুবরাজ বহুকষ্টে বুদ্ধকে সান্থনা করিয়া গৃহে প্রেরণ করিলেন। মহামাত্যের হস্তী উষ্ঠানে তোরণ তইতে বহির্গত হইলে মহারাজপুত্র স্বরাজকে কছিলেন, “স্কন্দ অদ্যই যাত্রা করিতে হইবে।” “অদ্যই ?” “অদাই । মহারাজ ও মহামাতা অত্যন্ত বিচলিত হইয়াছেন । জীবনে কখনও তাহাদিগ্নকে যুদ্ধযাত্রাকালে অশ্রুবিসর্জন નઃ ત્રિ নাই, অদ্যই সন্ধ্যাকালে নগর পরিত্যাগ করিব। অগ্নি, প্রস্তুত হও।” অগ্নি । সৰ্ব্বদাই প্রস্তুত আছি । § গোবিন্দ। ভানু, গৌড়ে ফিরিতে পাইবে না যাত্রার জন্য প্রস্তুত হও । ভানু । তৃতীয় প্রহরে প্রস্তুত হইব । অতঃপর সকলে উদ্যান পরিত্যাগ করিয়া নগরাভিমুখে যাত্রা করিল।