পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ Σ Σ ή তাহার কৃষ্ণকেশ শুক্ল হইয়াছে, বৃদ্ধ অগ্নিগুপ্ত সাম্রাজ্যের সেনানীগণের সমীপে কিঞ্চিং নিবেদন করিতে চাহে ” বুদ্ধের কণ্ঠস্বর শুনিয়া নর্তকী ও গায়িকাগণ দূরে সরিয়া গেল, পানপাত্র ও মুরাভাও দূরে নিক্ষিপ্ত হইল । বিশাল কক্ষ নীরব নিস্তব্ধ । অগ্নিগুপ্ত পুনরায় বলিতে আরম্ভ করিলেন, “বন্ধুগণ, যুগের পর যুগ শুনিয়া আসিতেছি যে, সময়ে সময়ে বৰ্ব্বর মরুবাসিগণ ক্ষুধার পীড়নে উত্তেজিত হইয়া শস্তষ্ঠামলা আর্যভূমি আক্রমণ করে। বহুবার এইরূপে পবিত্র আর্যভূমি বৰ্ব্বরের পদদলিত হইয়াছে। শকপারদ পহ্লব এইরূপে আর্য্যাবৰ্ত্ত অধিকার করিয়াছিল। এইজন্ত চন্দ্রগুপ্ত বিন্দুসার ও অশোকের বিশাল সাম্রাজা মৃত্তিকায় মিশিয়া, গিয়াছিল। বন্ধুগণ, শুনিয়াছি হুণগণ মরুবাসী বৰ্ব্বর-জাতি, তাহারা আর্য্যাবৰ্ত্ত আক্রমণ করিতে উষ্ঠত হইয়াছে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কি বৰ্ব্বরের পদাঘাতে চূর্ণ হুইবে ? মগধবাসী কি দ্বিতীয়বার আর্য্যাবৰ্ত্ত রক্ষায় পরায়ুখ হইবে ?” বাত্যাবিক্ষুব্ধ উদধির বারিরাশির দ্যায় মাগধ-সেনানীগণ গর্জন করিয়া উঠিলেন । শত শত কণ্ঠে উচ্চারিত হইল, “কখনই না”। তখন বৃদ্ধ সেনাপতির বদনমণ্ডলে হাস্তের রেখা দেখা দিল। তিনি কহিলেন, “বন্ধুগণ, তোমাদিগের নিকটে এই উত্তর শুনিব বলিয়া আসিয়াছিলাম, নারায়ণ তোমাদিগের মঙ্গল করুন। বন্ধুগণ, গুপ্তসাম্রাজ্য দিগন্তবিস্তৃত, চতুরুদধি তাহার সীমান্ত। পাটলিপুত্র নগর সুন্দর, এমন সুন্দর নগর:জগতে দুল্লভ । এই সুন্দর নগর, এই বিস্তৃত সাম্রাজ্য বৰ্ব্বরের কুলুষিত করম্পর্শ হইতে রক্ষা করিতে হইবে । বন্ধুগণ, প্রবুদ্ধ হও, যে ভীষণ সমরানল প্ৰজলিত হইয়াছে তাহ সহজে নিৰ্ব্বাপিত হইবার নহে। বৃদ্ধের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু নারায়ণ আমাকে দিব্যচক্ষু দিয়াছেন আমি দেখিতে পাইতেছি যে, সহস্ৰ সহস্ৰ বীরের জীবন আহুতি দিলে তবে এই ভীষণ যজ্ঞ সমাপ্ত হইবে । তোমরা বীর, যুদ্ধব্যবসায়ী, আত্মোৎসর্গ করিতে কাতর নহ ; কিন্তু হুণযুদ্ধ দীর্ঘকাল স্থায়ী হইবে। বন্ধুগণ, দেবতা ও ব্রাহ্মণ, রমণী ও শিশু রক্ষা করিতে