পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ATSLLSSSSZSSSSYSSSTAAA S দামোদল শস্মর্ণ ન পাটলিপুত্র তখনও উত্তরাপথের রাজধানী। গঙ্গা ও শোণ-সঙ্গমে অবস্থিত বিস্তৃতনগর তখনও সমৃদ্ধিশালী ছিল। সমুদ্রগুপ্তের পৌত্র কুমার গুপ্ত • তখন বিস্তৃত গুপ্ত সাম্রাজ্যের অধীশ্বর, সমুদ্র হইতে সমুদ্র এবং হিমাচল হইতে কুমারিকা পৰ্য্যন্ত বিস্তৃত সাম্রাজ্য স্বশাসিত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ। সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে অদ্ধ শতাব্দী অতিবাহিত হইয়াছে, এখন আর্য্যাবৰ্ত্তে ও দাক্ষিণাতে সৰ্ব্বত্র গুপ্তবংশীয় সম্রাটগণের প্রভাব অপ্রতিহত । চন্দ্রগুপ্তের সুদীর্ঘ রাজত্বের অবসানে প্রৌঢ়বয়সে কুমারগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। কুমার গুপ্তের সম্রাটপদবী-প্রাপ্তির কিয়ংকাল পরে খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর প্রথমপাদের আখ্যায়িকা আরম্ভ হইয়াছে। কুমারগুপ্তের জ্যেষ্ঠপুত্র স্কন্দগুপ্ত তখন সাম্রাজ্যের উত্তরাধিকারী, র্তাহার কনিষ্ঠ ভ্রাতা মহারাজপুত্র গোবিন্দগুপ্ত শকরাষ্ট্রের মণ্ডলেশ্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী দামোদর শম্মী, মহাবলাধিকৃত অগ্নিগুপ্ত, মহাদগুনায়ক রামগুপ্ত ও মহাধৰ্ম্মাণিকৃত দেবগুপ্ত তখনও স্ব স্ব পদে প্রতিষ্ঠিত ছিলেন । এই সময়ে পাটলিপুত্রের উপকণ্ঠে বিস্তৃত উদ্যানমধ্যে অবস্থিত বিশাল অট্টালিকায় দ্বিতলের একটি ক্ষুদ্রকক্ষে, শয্যায় উপবেশন করিয়া এক বুদ্ধ চিন্তা করিতেছিলেন। বৃদ্ধের বয়ঃক্রম সপ্ততিবর্ষের অধিক, মস্তক কেশূন্ত বলিলেই হয়, যে দুই একটি কেশ আছে তাহাও রজতধবল । বু করতলে মস্তক ন্যস্ত করিয়া গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন ।