পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 e করুণা দীপ্তি দেখা দিল, তাহা দেখিয়া অরুণাদেবী শিহরিয়া উঠিলেন। সন্ন্যাসীত্রয় আশীৰ্ব্বাদ করিয়া প্রস্থান করিলেন । তথন কৃষ্ণগুপ্ত দ্বিতীয়বার আসিয়া অন্তরালের সোপানে দাড়াইয়া অভিবাদন করিলেন । মহাদেবী হাসিয়া জিজ্ঞাসা করিলেন, “কৃষ্ণ, কি চাও?” মহাপ্রতীহার দ্বিতীয়বাব অভিবাদন করিয়া কছিলেন, “মহাদেবি, দান শেষ হইয়াছে।” মহাদেবী কহিলেন, “উত্তম। কৃষ্ণ, তুমি মহাদণ্ডনায়ক, প্রাসাদের সমস্ত দেীবারিক ও দ্বগুধর অদ্য আমার অতিথি।” কৃষ্ণ গুপ্ত তৃতীয়বার অভিবাদন করি লেন। মহাদেবী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি কৃষ্ণ ?” মহাপ্ৰতীহার গম্ভীরকণ্ঠে কছিলেন, “দেবি, আমি পুত্রতুলা, পুরুষানুক্রমে গুপ্তরাজবংশের অন্নে প্রতিপালিত, দাসের প্রগলভতা মার্জন করিবেন।” “কি হইয়াছে কৃষ্ণ ?” “মাতা, চেীরোদ্ধরণে শুক্লকেশ হইয়াছি, કરે সন্ন্যাসীক্রয় বোধ হয় আমার পরিচিত ” “কৃষ্ণ, অদ্য স্কন্দের বিজয়বাৰ্ত্ত আসিয়াছে। স্বামী, পুত্র ও সাম্রাজ্যের মঙ্গলকামনায় যে দানকার্য অনুষ্ঠান করিয়াছি, পরম শত্রু ও যদি তাহাতে প্রতার্থী হইয় আসে, তাহা হইলে তাহার কেশাগ্রও স্পর্শ করিতে নাই । কৃষ্ণ, স্কন্দ যেমন আমার পুত্র, তুমিও তেমন। মাতার অনুরোধ, উহাদিগকে স্পর্শ করিও না।” “মহাদেবি, এই সন্ন্যাসীক্ৰয় যদি অদ্য আমাকে হত্যা করে, তাহা হইলেও আপনার আদেশে কোন প্রতীহার বা দেীবারিক ইহাদিগের অঙ্গে হস্তক্ষেপণ করিবে না । মাত, আমার অন্ত প্রার্থনা আছে।” “কি কৃষ্ণ “মাত, ইহারা সমবেত হইয়া আপনার নিকট কি প্রার্থনা করিতে আসিয়াছিল ?” সন্ন্যাসীক্ৰয় গুপ্তকুলের মঙ্গলাকাঙ্ক্ষী, সাম্রাজ্যের মঙ্গল কামনায় যজ্ঞ করিবে বলিয়া আমার মস্তকের একটি কেশ প্রার্থনা করিতে আসিয়াছিল, আমি তাহা দিয়াছি।” “ིའི་མ་དང་། ༡ মহাদেবি, আপনার মস্তকের কেশ! ভিক্ষুণী বলিয়াছিল অদ্য কেহ আপনার কেশাগ্র স্পর্শ করিলে সাম্রাজ্যের সৰ্ব্বনাশ হইবে।”