পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о করুণা দামোদর শৰ্ম্ম৷ কিয়ৎক্ষণ পরে কছিলেন, “অগ্নি, স্কন কোথায়, তাহার আসিতে বিলম্ব হইতেছে কেন, রাম গুপ্ত ও ত আসিল না ?” তাঙ্গর কথা শেষ হইবার পূৰ্ব্বে একজন দেবারিক কক্ষের রুদ্ধ দ্বারের বাতিরে দাড়াইয়া অনুচ্চস্বরে কঠিল, “দেব, যুবরাজভট্টারক দ্বারে উপস্থিত।” বৃদ্ধ আসন পরিত্যাগ না করিপ্লাই কহিলেন, “কে, সুন্দ ? ভিতরে আইস ।” এক দীর্ঘাকার গৌরবণ সবক কক্ষে প্রবেশ করিয়া প্রথমে মহামন্ত্রীকে ও BBB BBBBBBBBB BBB BBBB BBBBB S BBBBB BB BBBBB জিজ্ঞাসা করিলেন, “স্কন্দ, গোবিন্দের কোন ও সংবাদ পাইয়াছ কি ?” যুবরাজ কছিলেন, “কিছু না তাঙ্গর সন্ধানে বারাণসী পৰ্য্যন্ত চর পাঠাইয়াছি, সে ও ফিরিয়া আইসে নাই ।” উত্তর গুনিয়া বুদ্ধ উন্মত্তের ন্তায় উঠিয়া দাড়াইলেন, তাহার মস্তক BBBB BBBB BBBBBB DDD BBB BBS BB DDBB BBBB BB BBB লুটাইয় পড়িল । ঘন ঘন নিশ্বাস গ্রহণ করিতে করিতে বৃদ্ধ বলিয়া উঠিলেন, “তবে দামোদর হইতেই আৰ্য্য সমুদ্র গুপ্তের নীতির ব্যতিক্রম হইবে। ইহা অর্থ গুনায় বিধিলিপি। স্কন্দ, বুদ্ধ দামোদর সপ্ততিবর্ষ বয়ঃক্রমকালে নটের দাস হইতে পরিবে না, রঙ্গমঞ্চে নৃত্য করিতে পরিবে না । স্কন্দ, আমি বিদ্রোহী, আমি দামোদর, সমুদ্র গুপ্তের অন্নে প্রতিপালিত। এককালে চন্দ্র গুপ্তের দক্ষিণহস্তস্বরূপ ছিলাম, আমিই চন্দ্র গুপ্তের পুত্রকে সিংহাসনচ্যুত করিব। তুমি যদি পিতৃদ্রোহী না হও, গোবিন্দ যদি ভ্রাতৃসিংহাসনে উপবেশন করিতে সম্মত না হয়, তাহা হইলে আর্য্যপট্ট উঠাইয়া গঙ্গাজলে নিক্ষেপ করিব । সমুদ্র গুপ্তের প্রাসাদে—” বৃদ্ধ সচিবকে আসন ত্যাগ করিতে দেখিয়া স্কন্দ্রগুপ্ত ও অগ্নিগুপ্ত উঠিয়া দাড়াইয়াছিলেন। স্কন্দগুপ্ত এই সময়ে কহিলেন, “পিতামহ, কি বলিতেছেন, শান্ত হউন।” বৃদ্ধ কহিলেন, “স্কন্দ, তুমি এখনও বালক, সাম্রাজ্যের কি সৰ্ব্বনাশ উপস্থিত তাহা তুমি বুঝিতে পারিতেছ না। কল্য নৰ্ত্তকী ইন্দ্ৰলেখার কন্যার সহিত