পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ X > , চন্দ্র গুপ্তের পুত্ৰ সমূদ্র গুপ্তের পৌত্র পরমেশ্বর পরমবৈষ্ণব, পরমমাহেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ শ্ৰীমং কুমার গুপ্তের বিবাহ হইবে । কল্য তোমার মাতা পট্টমঙ্গদেবী সিংহাসন ষ্টতে অবরোহণ করবেন, নট ফন্ত্রমণের কন্যা সেই সিংহাসনে উপবেশন করিবে, আর আমি—আমি দামোদর শম্মা—আমি পাষাণমূৰ্ত্তির ন্যায় দরে দাড়াইয়া তাঙ্গাই দৈখিব। অসম্ভব স্কন্দ, আমার পক্ষে অসম্ভব, তোমার পক্ষে অসম্ভব, অগ্নিগুপ্তের পক্ষে অসম্ভব, রামগুপ্তের পক্ষে অসম্ভব, সাম্রাষ্ট্রের সুমন্ত অশ্বারোহী পদাতিকের পক্ষে অসম্ভব। একমাত্র ভরসা লি গোবিন্দ। কুমার, স্বাগকে শৈশবে ক্রোড়ে লইয়া বেড়াইয়াছি, সেই কুমার তামার অনুরোধ রক্ষা করিল না, সকলের অনুরোধ উপেক্ষা করিল, কিন্তু সে গোধিদের অনুরোধ উপেক্ষা করিতে পারিত না । গোবিন্দ আলি না—গোবিন্দের জন্য সাম্রাজ্যের সব্বনাশ হইল। গোবিন্দ, তোর মনে এই ছিল |” «а বৃদ্ধ সচিব ক্লান্ত হইয়া শল্যায় বসিয়া • পড়িলেন । এই সময় একজন দেীবারিক রুদ্ধ দ্বারের অপর পাশ্ব দাড়াইঃ, কঠিল, “মগদগুনায়ক রাম গুপ্ত ” পরক্ষণেই এক জন দীর্ঘাকার গ্রামবণ শুভ্ৰবসন পরিচিত বুদ্ধ কক্ষে প্রবেশ করিয়া দামোদর শম্মাকে প্রণাম করিলেন, স্কন্দ গুপ্ত ও অগ্নি গুপ্ত তাহার পদবন্দনা করিলেন। বৃদ্ধ মঙ্গমস্থা শুষ্ক কণ্ঠে বিকট ঠা করিয়া কঠিলেন, “রাম, উৎসবের জন্য প্রস্তুত হইয়াছ ত ? কল্য যুবরাজভট্টারক স্কন্দগুপ্তের মাত সিংহাসনচ্যুত হইবেন, নৰ্ত্তক ইন্দ্ৰলেখা —ফন্তুঘশ নটের কমৃ তাহাতে উপবেশন করিবে । কল্য গুপ্ত-সাম্রাজ্যের অভিজাতসম্প্রদায় তাহার সম্মুখে নতুজায় হইবে। তুমি না কুমারগুপ্তের জ্ঞাতি, প্রথম চন্দ্রগুপ্তের বংশজাত ?” রামগুপ্ত আশ্চৰ্য্য হইয়া কিয়ৎক্ষণ বুদ্ধের মুখের দিকে চাহিয়া রছিলেন, তাহার পর ধীরে ধীরে কছিলেন, “পিতৃব্য, তবে কি বিবাহ হইয়া গিয়াছে : “হয় নাই, কল্য হইবে। কে তাহ রোধ করিবেY