পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У br. o করুণ। কিন্তু অলঙ্কারষ্টান । তাঙ্গর আর্দ্র কেশরাশি ভূমিতে লুটাইয়া পড়িয়াছে। যোদ্ধার চিত্রের নিকটে আর একখানি অসম্পূর্ণ আলেখ্য ছিল, তাহাতে মালতীবিতগনে উপানত পরিহিত পদযুগলমাত্র দেখা যাইতেছিল। রমণী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্লে সে সচন্দন পুষ্পরাশি নিবেদন করিতেছিলেন, তাহ এই অসম্পূর্ণ আলেখ্যে মালতীীবতানস্থিত পদদ্বয়ে বর্ধিত হইতেছিল। এই দশনদুল্লভ রমণীমূৰ্ত্তি দেখিয়া পূৰ্ব্বোক্ত যুবক অলিন্দে স্থির হইয়া দাড়াইল । সুন্দরার কমনীয় কাস্তি তাহার কাদম্ববিহ্বল নয়নদ্বয় মুহূৰ্বের জন্য অন্ধ করিয়াছিল ; তাঙ্গর মস্তক ঘূর্ণিত হইল, সে আশ্রয়ের জন্য গৃহের প্রাচীর অবলম্বন করিল। সুন্দরা অলিন্দে যুবকের পদশদ শুনিতে পান নাই । সবক প্রকৃতিস্থ DDK BBBB BBBB BBBB BB BBBDDD S BBBB BB BBB আলেথ্যের উপ-র পতিত হইল, চমকিত হইয়া উপাসিক চাহিয়া দেখিলেন যে, জনৈক অপরিচিত পুরুষ কক্ষদ্বারে দণ্ডায়মান। জনশন্স পুরীতে সহসা অজ্ঞাতকুলশীল পুরুষের আবির্ভাব দেখিয়া উপসিকার হৃদয় কম্পিত হইল ; তিনি ভাতিজড়িতকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, “তুমি কে ?” কাদম্বজড়িতকণ্ঠে যুবক উত্তর দিল, “ভয় কি সুন্দরি, আমি চন্দ্রসেন " পুনৰ্ব্বার জিজ্ঞাসা হইল, “তুমি কি প্রকারে আন্তঃপুরে আসিলে ?” যুবক কহিল, “কেন, তোরণপথে রথারোহণে আসিয়াছি। এখন এ প্রাসাদ আমারই।” “পিতা কি তবে জীবিত নাই ?” “তোমার পিতা কে ? কুমারগুপ্ত বুঝি ? সেও এখন আমার ; সুন্দর, তুমি আমার নাতিনী। আমি কুমারগুপ্তের শ্বশুর, বুঝিলে ত?” “আপনি কি নূতন পট্টমহাদেবার পিতা ?” “এক রকম বটে, তবে কি জান, এমন রূপসী নাতিনী জুটবে জানিলে অনেকে ইচ্ছা করিয়া অনন্তার পিতা চইতে চাহিবে । নাতিনী, তোমার মতন সুন্দরী জন্মে কখনও দেখি নাই ।” তাহার কথা শুনিয়া উপাসিকার আপাদমস্তক কম্পিত হইল ।