পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ >brふ স্বধৰ্ম্ম ও স্বজাতির সর্বনাশ করিবে ? গোবিন্দ, আর্যাবর্তের ললাটে কি লিখিয়া রাখিয়াছ তাহা কে বলিতে পারে ?” f সন্ধ্য আসিল তথাপি সন্ধাবন না শেষ হইল না । কনিষ্কচৈতা তিমিরের ঘন আবরণে আচ্ছাদিত হইল, চৈতো ও বিহারে সুতের শত শত ক্ষুদ্র প্রদীপ প্রজালিত হইল, আরাত্রিকের শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল তথাপি বৃদ্ধ ব্রাহ্মণের সান্ধীকৃত সমাপিত হইল না। ব্রাহ্মণ সহস৷ বলিয় উঠলেন, “ম, এত ক্ষুধা ! বক্ষু হটতে সিন্ধু তার পর্যন্ত নাগপসেনার রক্তে প্লাপিত হইয়াছে, তথাপি কি রণচণ্ডীর শোণিতপিপাসা তৃপ্ত হয় নাই ? নুতন মগধসামাজ্যের আয়ু, মগধসামাজ্যের বয়ঃক্রম এখনও শতবৰ্ষ পূর্ণ হয় নাই। মা, ইহার মধ্যে কি সংঙ্গরমূর্তি ধরিলে ?” ব্রাহ্মণ প্রকৃতিস্থ হইয় পূনরায় আচমন করিলেন, এবং অসমাপ্ত সন্ধ্যা বন্দন আরম্ভ করিলেন। মুহূৰ্ত্ত পরে ব্রাহ্মণ পুনরায় বলিয়া উঠিলেন, “মিথ্যা কথা, বৌদ্ধ পাষণ্ড হরিবল আমাকে প্রতারিত করিবার জন্য অন্ধুরীয়ুক প্রেরণ করিয়াছে " সহসা পশ্চাৎ হইতে শব্দ হইল, “মিথ্যা নহে, ধ্ৰুব সত্য " বাহ্মণ শিক্টরিয়া উঠিলেন এবং আকুলকণ্ঠে বলিয়া উঠিলেন, “ন, না, মিথ্যা মিথ্যা । তুমি যে ইও, বল, সংবাদ মিথ্যা-বৌদ্ধচক্রান্ত । বলিও না-চন্দ্র গুপ্তের পুত্র সমুদ্র গুপ্তের পৌত্র, ইন্দ্ৰলেখার কড়া, অনন্তার পাণিগ্রহণ করিয়াছে। বলিও না–চন্দ্র গুপ্তের বধ, কুমারগুপ্তের ধৰ্ম্মপত্নী, DBBBB BBS BB BB BB BBS BBD DDS BB BBS BBB করি ও না ।” 魏 অন্ধকার ভেদ করিয়া এক খৰ্ব্বাকৃতি মূৰ্ত্তি ব্রাহ্মণের পাদমূলে প্রণত হইল। ব্যাকুল ব্রাহ্মণ আশীৰ্ব্বাদ বিস্তুত হইয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কে ?” “পিতৃব্য চিনিতে, পারিলেন না?” “কে, কৃষ্ণ ? তুমি পুরুষপুরে ?” “দেব, মগধমগুলে কৃষ্ণগুপ্তের স্থান নাই।” “তবে কি সমস্তই সত্য ?” “সমস্তই সত্য ।” “মহাদেবী ?” “গুপ্তকুলবধূর কর্তৃবা