পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ఫి ఊ করুণা প্রতিপালন করিয়াছেন, গুপ্তকুলের মর্যাদা রক্ষিত হইয়াছে, আর্য সমুদ্র গুপ্তের রাষ্ট্রনীতির ব্যতিক্রম হয় নাই, এক মহাদেবীর জীবদ্দশায় দ্বিতীয়া মগধসাম্রাজ্যের আর্য্যপটে পদার্পণ করেন নাই ।” বৃদ্ধ ব্রাহ্মণ মাতৃনাম উচ্চাৰণ করিয়া সহসা সিক্তসৈকতে উপবেশন করিলেন, এইরূপে অদগ্ধ গু অতিবাচিত হইল । পরে প্রকৃতিস্থ হইয়া দামোদর শায় জিজ্ঞাসা করিলেন, “কৃষ্ণ, আমার আদেশ প্রতিপালিত DDBBB S BBB BB BBBBBSkB BBBS BBB gg S B BBBB BBBBBBSBBBBB BBB BBBBBB BBBBBBBB BBBB BBgS ছিলেন, সেই মূহুত্তে একজন প্রতচার অশ্বারোহণে তোরণ হইতে অস্ত:পুরে গমন করি ছিল এবং গুমমন্দিরে পট্টন দেবার স্তে নীলমুণিখচিত অঙ্গুরায়ক প্রদান করিপ্লাigল । সে তৎক্ষণাং নগর ত্যাগ করিয়া আপনার ও মঙ্গরাজপুত্রের উদ্দেশে গান্ধীর আসিয়াছে।” “কৃষ্ণ, অঙ্গুরীয়ক পাইয়াছি তবে বিশ্বাস করতে পারি নাই যে, মগধ আৰ্য্যপট্টে বেষ্ঠাকা উপবেশন কবিয়াছে। মহাদেব কোথায় ?” কৃষ্ণ গুপ্ত সহস্ৰ সহস্র তার কী-খচিত আকাশ দেখাইয়া বলিলেন, — “কৈলাসে ” “কথন--- ?” “দেব, স্যামা স্বয়ং মাতাকে গ্রহণ করিয়াছেন।” “নগরে কি কেহ ছিল না ?” “বৃদ্ধ রাম গুপ্ত ছিলেন। আমি আত্মকার্ধে গয়া গিয়াছিলাম, পরদিন আসিয়া শুনিলাম, মহাদেবীর শব এখনও তাম-মন্দিরে পতিত আছে। প্রাসাদ জনশূন্ত, নগর নরক, মহারাজাধিরাজ অনস্তার করতলগত ।” “তুমি পুরুষপুরে আসিলে কেন ?” “স্বেচ্ছায় আসি নাই প্ৰভু ! মগধমণ্ডলে, এমন কি বিশাল গুপ্তসাম্রাজ্যে বোধ হয় কৃষ্ণগুপ্তের স্থান নাই ।” "কেন কৃষ্ণ ?” “তাত, ভাবিয়াছিলাম - ববি না, পাপকথা মুখে আনিব না।” “কৃষ্ণ, এখন হইতে আর্যাবৰ্ত্তে পাপ পুণ্য ও পুণ্য পাপ ।” “তবে শুনুন । সেইদিন পাটলিপুত্র নগরে এমন কেহ ছিল না যে,