পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ミミQ কেবল ভষ্ম ও ধ্বংসাবশেষ, গন্ধার ও উদ্যানের জগদ্বিখ্যাত স্যামল প্রান্তর ও শস্তক্ষেত্রের পরিবর্তে ধূলিধূসর ভীষণ মরুভূমিমাত্র যুবার নয়নগোচর হইতেছিল । সম্মুখে পুরুষপুর নগর ভস্মাচ্ছাদিত পাষাণ-নিৰ্ম্মিত প্রাকার জনশূন্য। যুবা পলকবিহীন-নেত্রে সেই ভষ্মস্তপের দিকে চাহিয়াছিলেন। পশ্চাদেশ হইতে আর একটি জীর্ণ অশ্বপৃষ্ঠে তাঙ্গার সমবয়স্ক আর একটি যুবক আসিয়া প্রথম যুবার স্কন্ধে হস্তাপণ করিল এবং জিজ্ঞাসা করিল, "দাদা, কি দেখিতেছেন ?” প্রথম যুবা হস্তম্পর্শে চমকিত হইলেন, পরে দ্বিতীয় যুবকের মুখের দিকে চাহিয়া কহিলেন, “কে, হর্ষ ! বহুদিন পরে পুরুষপুর নগর দেখিতেছিলাম।” “কি দেখিলে ?” “যাত। দেখিব মনে করিয়া,আসিতেছিলাম তাহাই দেখিতেছি ।” “দাদ, ভানুকে কি বলিয়৷ বুঝাইব ?” “ভাই, অসি যাহার ব্যবসা তাঙ্গকে বুঝাইবে কি বলিয়া ? ক্ষত্রিয় সৰ্ব্ববিধ শোক দুঃখ সহ্য করিতে শিথিয়া যাদ্ধব্যবসায় অবলম্বন করে। অসি ক্ষত্রিয়ের পিতা, ভ্রাতা, পুত্র, মাতা, ভগিনী, কন্যা । হর্ষ, অসিই ক্ষত্রিয়ের একমাত্র বনিতা, একমাত্র দেবতা । ভাই, ভানুমিত্র বীর, শত শত যুদ্ধে অগ্নিমিত্রের পুত্র, অসামান্ত শৌর্য্য প্রদর্শন করিয়াছে, ভানুকে অধিক বুঝাইতে——” সহসা যুবার কণ্ঠরুদ্ধ হইল, অনশনক্লিষ্ট পাণ্ডুর গণ্ডস্থল বহিয়া দুইবিন্দু অশ্র গড়াইয়া পড়িল । দ্বিতীয় যুবা তাহ দেখিয়া কহিল, “দাদা, আপনিই ত কাদিতে আরম্ভ করিলেন, না জানি ভানু কি কুরিবে?” রুদ্ধকণ্ঠে যুবরাজ কহিলেন, “ভাই, করুণ মাতার বড় আদরের— করুণ এমন করিয়া যাইবে তাহা কে জানিত ?” “দাদা তবে কি করুণ বাচিয়া নাই ?” “ভাই, তুমি এখনও শিশু রহিয়াছ। করুণ ক্ষত্রিয়-কন্ত,-ক্ষত্রিয়-বনিত, সে মরিতে জানে।” “করুণ হণের হস্তে বন্দী না হইয়া মরিয়াছে, ইহা সহস্ৰগুণে শ্রেয়ঃ ” “হর্ষ, তুমি কি মনে করিয়াছিলে, হ্ৰণ-সেনা করুণাকে বন্দী করিয়াছে ?”, “হঁ৷” “তাহ স্বপ্নেও ভাবিও না, আমি স্বয়ং তাহাকে ' &