পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ybr করুণা বন্ধন করিতে করিতে কহিল, “দেখ অক্ষয়, আমি স্থির করিয়াছি যে পরশ্ব হইতে তুমি ব্যতীত আর কেহ পাটলীপুত্র নগরে গৌড়ীয়-কাদম্ব অথবা পারসিক বিক্রয় করিতে পারবে না। বুড়া দামোদর শম্মাকে সৰ্ব্বাগ্রে পদচ্যুত করিব।” সৈনিকদ্বয় অগ্রসর হইয়া বিপণীর দ্বারে আসিয়া দাড়াইল । চন্দ্ৰসেন দ্বারের নিকটে দাড়াইয়৷ শোণ্ডিককে কহিল, “অক্ষয়, তুমি তবে তোমার ভৃত্যকে আধার লইয়া ইন্দ্ৰলেখার গৃহে যাইতে বল, আমি মদনকার বিপণীতে মালা কিনিতে ও কেশব দাসের বিপণীতে তাম্বল কিনিতে যাইব " শোণ্ডিক একজন পরিচারককে সুরভিাণ্ডগুলি BBBB BBBBB BBB BBB BBBB BBBB BBB BBBSlBBBS অনেকক্ষণ আলাপ করিতে, একটু পিপাসা শান্তি করিয়া যাইবে না?” চন্দ্রসেন ব্যস্ত হইয়া কহিল, "না, না, আজ আর না, আমি চলিলাম।” এই বলিয়া সে যেমন শোণ্ডিকের বিপণী হইতে বাষ্টির হইতে যাইবে, অমনি পূৰ্ব্বোক্ত দৈনিকদ্বয়ের একজন বলিয়া উঠিল, “তুমি কে ?” চন্দ্রসেন ক্রুদ্ধ হইয়া কহিল, “তুমি কে ?” দ্বিতীয় সৈনিক কঠিল, “আমি যেই ইষ্ট না কেন, সে সংবাদ লইবার তোমার কোন আবখাকত দেখি না । তুমি কে বল ” “দেখ, যদি ভাল চাও তবে পথ ছাড়িয়া দাও, নতুবা কলা বা পরশ্ন প্রাতে তোমার মুণ্ডপাত করিব—” প্রথম সৈনিক তাহার কথা শেষ হইবার পূৰ্ব্বে তাহার কর্ণধারণ করা তাহাকে অন্ত বিপণীর আলোকের নিকট লইয়া গিয়া তাহার আপদ-মস্তক নিরীক্ষণ করিয়া তাতাকে পদাঘাত কৰ্বিল এবং কছিল, “কে তুই, শাস্ত্র বল।” “আমি কুমারগুপ্তের শ্বশুর।” “কোন কুমারগুপ্ত ?” “আবার কোন কুমারগুপ্ত, সমাট —মঙ্গরাঞ্জাধিরাঞ্জ কুমারগুপ্ত। কলা সন্ধাকালেই ইহার প্রতিফল পাইবি।” দৈনিক তাহাকে পুনরায় দুই তিন বার পদাঘাত করিয়া কহিল, “তুই মহারাজা ধিরাজের শ্বশুর ? তুই নিশ্চয়ই স্বরাপান করিয়া উন্মত্ত হইয়াছি।" /প্রচার খাইয়া চন্দ্ৰসেন চীৎকার করিয়া কাদিতে আরম্ভ করিল।