পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ২৩৫ দেবতা তাহাকে বিপদ হইতে রক্ষা করিয়াছেন। হূণরাজ-পুরোহিত তাহার দেবলক্ষণ চিনিতে পারিয়াছেন।” “সতা সতাই কি করুণ জীবিত هو “দেব, হুণগণ র্তাঙ্গর কেশাগ্র পর্য্যন্ত স্পর্শ করিতে ভরসা করে নাই ।” “হুণগণ যখন এই গৃহে আসিয়াছিল, তখন তুমি কোথায় ছিলে ?” “আমি লুকাইয়া ছিলাম। তৃণসেনা কখন অট্টালিকায় আসিয়াছিল তাহা আমি জানি না।” “তবে তুমি কেমন করিয়া জানিলে যে দেবী রক্ষা পাইয়াছেন?” “পরে দেখিয়াছি।” “কি দেখিয়াছ ?” “দেব, পাপ সুথে তাঙ্গ ব্যক্ত করিতে পারিব না।” “তোমার ভয় নাই, তিনি দেবী নহেন, সত্য সত্যই আমার ধৰ্ম্মভগিনী।” “দেব, আমি অতি দরিদ্র। —” যুবরাজ বস্ত্রমধা হইতে একমুষ্টি সুবর্ণ দীনার বাহির করিয়া বৃদ্ধাকে দেখাইলেন এবং কছিলেন, “সত্য কথা কহিলে পুরস্কার পাইবে ।” আশাতীত পুরস্কার লাভের আশায় বৃদ্ধ ভয়বিস্তুত হইল এবং কহিল, “দেব, আমি একেবারে সকল কথা বলিতে পারিব না । আপনি এক একটি করিয়া জিজ্ঞাসা করুন, আমি বলিতেছি।” “কুণগণ নগর অধিকার করিবার পরে করুণাকে কবে দেখিয়াছিলে ?” “হণসেন লুণ্ঠন করিয়া যখন রমণীদিগকে ধরিয়া লইয়া যাইতেছিল তখন দেখিয়াছিলাম।” “তৃণগণ কি করুণাকে বন্দী করিয়াছিল ?” “দেব, করুণা কে বুঝিতে পারিলাম ন৷ ” “মে দেবী এই অট্টালিকায় বাস করিতেন তাঙ্গর নাম করুণা ” “ছ, তিনি বন্দী হইয়াছিলেন।” $ রোষে উন্মত্তপ্রায় হর্ষগুপ্ত বলিয়া উঠিলেন, “অসম্ভব!” স্কন্দ। ভাই শান্ত হও ; আজি ইন্দ্রলেখা-নর্তকীর কন্যা আর্য্যপট্রের অধীশ্বরী, এখন উত্তরাপথে বা দক্ষিণাপথে সমস্তই সম্ভব। হর্ষ। করুণ,—মহাদেবীর কত অাদরের করুণা, সামান্ত দাসীর ন্যায় বৰ্ব্বরের হস্তে লাঞ্ছিত হইয়াছে—অসহা—প্রতিশোধ—