পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ エ8> হূণশিবির বলিয়া বোধ হইতেছে।” শিবিকার আরোহী কহিল, “তোর মুগু, আমরা শতদ্রুতীরে আসিয়াছি, পরপারে জালন্ধর নগর।” “ छू 4 যেন বিপাশা বলিয়া বোধ হইতেছে, শতদ্রু গভীর ” “তোরা চল নতুবা সমুচিত শাস্তি পাইবি”— § আরোহীর বাক্য শেষ হইবার পূৰ্ব্বে শত শত খৰ্ব্বাকার অশ্বারোহী শিবিক বেষ্টন করিল, তাহাদিগের পদশব্দ শুনিয়া আরোগী কহিল, “তোমরা কে ? আমি সাম্রাজ্যের মঙ্গবলাপিকৃত কুমারপার্দীয় ভট্টারক চন্দ্রসেন।” একজন অশ্বারোঙ্গী বিকৃত ভারতীয় ভাষায় কঙ্গিল, “আমি তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছিলাম।” দ্বিতীয় অশ্বারোগ চন্দ্রসেনের কেশাকর্ষণ করিয়া তাঙ্গকে শিবিক তইতে ভূমিতে নিক্ষেপ করিল এবং সকলে মিলিয়া তাহার অঙ্গের চীরকখচিত মণিমুক্তাজড়িত সুবর্ণনিৰ্ম্মিত অলঙ্কার ও অবশেষে পরিধেয় বস্ত্র পর্য্যন্ত অপহরণ করিল। চন্দসেন চীংকার করিয়া কাদিয়া উঠিল এবং কহিল, “ইন্দ্রলেখে, এইবার মরিলাম— বুড়া মরিবার পূৰ্ব্বেই মরিলাম – রাজা হুইবার সাপ ঘুচিয়া গেল—” একজন অশ্বারোঙ্গ তাহার পৃষ্ঠে পদাঘাত করিয়া তাঙ্গকে নিরস্ত করিল। । বিপাশাতীরে চুণরাজ ক্ষুদ্র বস্ত্রাবাসে বিশ্রাম করিতেছিলেন, অশ্বরোহিগণ চন্দ্রসেনকে উলঙ্গাবস্থায় সেই বস্ত্রাবাসের সম্মুখে উপস্থিত করিল। হূণরাজ বস্ত্রাবাসের দ্বারে আসিয়া দাড়াইলেন, অশ্বারোহিগণ হুণভাষায় কহিল, “মহারাজ, এই ব্যক্তি শক্রপক্ষের সেনাপতি ।” তাঙ্গ শুনিয়া হূণরাজ হাসিয়া উঠিলেন। তিনি ভারতীয় ভাষায় চন্দ্রসেনকে জিজ্ঞাসা করিলেন, “তুমি কি মহারাজপুত্র গোবিন্দ গুপ্ত ? গোবিন্দগুপ্ত ত খৰ্ব্বাকার নহে ; বক্ষুতীরে গোবিন্দ গুপ্তকে, দেখিয়াছি সে মানুষ, বানর নহে ” চন্দ্রসেন কঁাপিতে কঁাপিতে কহিল, “ম৷ ” “তুমি কি যুবরাজ স্কন্দ গুপ্ত ?” “না।” “তবে তুমি কি গৌড়ীয় ভাতুমিত্র ?” “না।” “তবে তুই কে ?” ృ ణి