পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ సి

“ওরে তোরা কে আছিস্—ওরে তোরা শীঘ্র আর-আমাকে মারিয়া ফেলিল-আমি—আমি চন্দ্রসেন—আমি সম্রাটের শ্বশুর-কুমারগুপ্তের শ্বশুর -আমি ইন্দ্ৰলেখার ধৰ্ম্মস্থানী—ওরে বাবা রে—” তাঙ্গর আর্দ্রনাদে সমস্ত বিপণী ইতে শোণ্ডিক ও পরিচারকগণ বাঠির হইয়া আসিল । তাহাদিগের মধ্যে অনেকেই চন্দ্রসেনকে চিনিত, কারণ চন্দ্রসেন উচ্চবা শঙ্গা ত এবং এককালে এই বীথিতে বহুমূল্য সুরা ক্রয় করিম বহু অর্থ নষ্ট করিয়াছিল। চন্দ্রসেনকে কেন প্লার করিতেছিল জিজ্ঞাস করায়, সৈনিকদ্বয় কঠিল “এই ব্যক্তি মঙ্গরাজাধিরাজের নামে কলঙ্ক রটনা করিতেছিল এবং তাঙ্গর প্রতি কুংসিত ভাষা প্রয়োগ করিয়াছিল, সেই জ ন্ত উহাকে প্রস্তার করিয়াছি।” সমার্টের নাম শুনিয়া কেন্স কোন কথা বলিতে ভরসা করিল না ।” BB BBBB BB BBB BB BBBB BBB BBBB DDB BBBSDDBBBS এই ব্যক্তি কি বলিয়ছিল ?” “এ বলিতেছে যে এ মহারাজাধিরাজের শ্বশুর এবং এক শোণ্ডিকের বিপণতে দাড়াদুল্লা বলিয়াছে যে, সেই শোণ্ডিকের বিপণীতে মহারাজাধিরাজ শ্ৰীমং কুমারগুপ্তকে বধিয়া রাখিয়া মাইৰে ” অক্ষয় নাগ অষ্ট্য কোন ও কথা না জিজ্ঞাস করিয়া পলায়ন করিল। সৈনিকদ্বয় তখন চন্দ্রসেনকে লক্টর শোণ্ডিক বীথি পরিত্যাগ করিল। সেই সময়ে জনতার মধ্য হইতে একজন বলিয়া উঠিল, “চন্দ্রসেন এখনও সম্রাটের শ্বশুর হয় নাই বটে, কিন্তু কল্য হইবে, তখন তোমাদের মাথা দুইটা কোথায় থাকিবে?" সৈনিকদ্বয় উত্তর না চলিয়া গেল । শোণ্ডিকালয়গুলি যখন বহু পশ্চাতে পড়িয়া আছে, তপন তাহার চন্দ্রসেনকে পথিপাশ্বস্থ এক বৃক্ষে রজ্জ্বদ্বারা বন্ধন করিল এবং দুরে দাড়াইয়া পরামর্শ করিতে লাগিল। প্রথম সৈনিক কহিল, “দেখ, এই ব্যক্তি इनि সত্য সতাই মহারাজাধিরাজের ভাবী শ্বশুর হয়, তা হইলে ত বড়ই বিপদ!”