পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3? 。 করুণা - “ক্ষতি কি, মাত্র দশ বার জন আহত হইয়াছে।” তখন স্কন্দ গুপ্তের আদেশে অশ্বারোহী সেনা লইয়া দক্ষিণে ভানুমিত্র ও বন্ধুবৰ্ম্ম, বামে আদিত্যবৰ্ম্মা ও চক্রপালিত, এবং পদাতিক সেনা লইয়া দক্ষিণে দেবধর ও বামে বিষ্ণু গুপ্ত অন্ধকারে লুক্কায়িত রহিলেন। যাত্রাকালে যুবরাজ হর্ষ গুপ্তকে কঠিলেন, “ভাই, আমি ত চলিলাম, অৰ্দ্ধদণ্ডমধ্যে হণবাহিনী বৃহি আক্রমণ করিবে, আর্য সমূদ্র গুপ্তের রণনীতির তিনটি কথা স্মরণ রাখি ও প্রত্যাবৰ্ত্তন নাই, বৰ্ব্বরের সহিত নৈশ যুদ্ধে পশ্চাদপদ হইও না, আর দেহে বল থাকিতে অস্ত্র পরিত্যাগ করিও না ।” কুমার হর্ষগুপ্ত অভিবাদন করিয়া কঠিলেন, “তাত । স্মরণ আছে, বৃষ্টি পশ্চাদপদ হইবে না, ধমনীতে যতক্ষণ শোণিতবিন্দু সঞ্চালিত হইবে, মাগধ-সেন ততক্ষণ অস্ত্র পরিত্যাগ করিবে না ।” “ভাই, তুমি বালক, স্মরণ রাখি ও গোবিন্দগুপ্ত তোমার পিতা, চন্দ্রগুপ্ত তোমার পিতামহ । গুপ্তবংশের শুভ্র ধবল যশঃ নিৰ্ম্মল রাখিও, আমার গরুড়ধ্বজ রক্ষা করিও, যদি কেহ এই যুদ্ধ হইতে—” “তাত, কেহই ফিরিয়া যাইবে না ।” “ভাই, আশীৰ্ব্বাদ করি অসিহস্তে ভূমি চুম্বন করিও।” স্কন্দ গুপ্ত এই বলিয়া অন্ধকারে অদৃশু হইলেন । অৰ্দ্ধদও পরে শত সহস্র উজ্জ্বল উষ্কার আলোকে সহস্ৰ সহস্র হ্ণ ব্যুহ আক্রমণ করিল। তখন দক্ষিণ ও বামদিক হইতে সাম্রাজ্যের পদাতিক ও অশ্বারোহী তাহাদিগকে আক্রমণ করিল। দেখিতে দেখিতে সমস্ত উল্কা নিৰ্ব্বাপিত হইল । অন্ধকারে শক্রমিত্র ভেদ রহিল না, সাম্রাজ্যের সেনাপতিগণের নাম উচ্চারণ করিয়া জয়ধ্বনি করিতে আরম্ভ করিল। চতুর্দিক হইতে শ্রত হইল “যুবরাজ স্কন্দের জয়, কুমার" হর্ষের জয়, ভানুমিত্রের জয়, বন্ধুবৰ্ম্মার জয়, চক্ৰপালিতের জয় ।” বিশাল হ্রণবাহিনী টলিল। সেই দশ সহস্ত্রের অসহনীয় আক্রমণ-বেগ লক্ষ হুণ সহ করিতে পারিল না।