পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ R6 ඵ সহস্ৰ সহস্ৰ হতাহত বদী রাখিয়া ভূণরাজ থিঙ্খিল শতদ্রুতীর হইতে পলায়ন করিলেন। বহুকাল পরে পঞ্চনদে ও মালবে বৃদ্ধ কুণগণ শতদ্র তীরে নৈশ যুদ্ধের কথা স্মরণ করিয়া ভয়ে কম্পিত হইত। গৌড়ে, মগধে, মালবে ও সৌরাষ্ট্রে বৃদ্ধ সৈনিকগণ পুত্র-পৌত্রের নিকটসগৰ্ব্বে শতদ্রুর যুদ্ধের কথা বর্ণনা করিত, স্ফীতবক্ষে নৈশ-যুদ্ধের আঘাতচিহ্ন দেখাইত, আর্যাবর্তের দেবতা ও ব্রাহ্মণ, রমণ ও শিশুর পরিত্রাতা স্কন্দ গুপ্তের নাম স্মরণ করিয়া অশ বিসর্জন করিত। গুপ্তসাম্রাজ্য ধ্বংস হইলে বৃদ্ধ সেনার মশবিন্দুমাত্র উত্তরাপথে ও দক্ষিণাপথে আর্য স্বন্দ গুপ্তের একমাত্র স্মৃতিচিহ্ন ছিল । পূৰ্ব্বগগনে যখন তরুণ উষার শুল বরণ প্রতিফলিত হইল, રંથઃ ጙअध्यँद দ্বিসহস্র মাত্র অবশিষ্ট আছে । অকস্মাৎ শতদ্রুর পূৰ্ব্বপারে বহু উল্কার উজ্জল আলোক দৃষ্ট হইল, স্বন্দ গুপ্ত শঙ্খধ্বনি করিলেন। রঙ্গা, অশ্বারোগ ও পদাতিক একত্র হইল । দুবরাজ কছিলেন, “বন্ধুগণ, তোমরা অসাধ্যসাধন করিয়াছ, দশ সহস্ৰ শতদ্রুতারের লক্ষের গতিরোধ করিয়াছে ; জয়দৃপ্ত হণ পরাজিত হইয়াছে, থিঙ্খিল পলায়ন করিয়াছে কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। বন্ধুগণ, পরপারে নূতন তৃণসেন, আমাদের দ্বিসহস্র মাত্র অবশিষ্ট আছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও, ইষ্টনাম স্মরণ কর । শেষবার আদিত্যের উদয় দর্শন কর । সে চাহ ফিরিয়া যা ও ” হস্তচীন বন্ধুবৰ্ম্ম৷ বামহস্তে অভিবাদন করিয়া কছিলেন, “স্কন, আমাদিগকে কি উপহাস করিতেছে ? কলা সন্ধ্যায় দশ সহস্ৰ তোমার আদেশে মরিতে প্রস্তুত হইয়াছিল, তাহাদিগের দ্বিসহস্র মাত্র অবশিষ্ট আছে । জিজ্ঞাসা করিয়া দেখ, তাহাদিগের অন্ত কামনা আছে কি না ।” যুবরাজ রুদ্ধকণ্ঠে কহিলেন, “বন্ধুগণ—” তখন কুমার হর্ষগুপ্ত সঙ্গস বলিয়া উঠিলেন, “তাত ধুঝিয়াছি, দেবধর, চক্রবৃহ!” “মুহূৰ্ত্তমধ্যে চক্রাকার ব্যুহ গঠিত হইল, অবশিষ্ট সেনা সহ