পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ ર ૭6 ইন্দ্র । নগর হইতে সমস্ত বৌদ্ধসেনা দূরে পাঠাইয়া দিয়াছে, রোহিতাশ্ব ও মধুলা হইতে দশসহস্ৰ নুতন বৈষ্ণব সেনা আসিয়াছে। হরি । ক্ষতি কি ? বুদ্ধ কুমার গুপ্ত যতক্ষণ অনস্তার কৃতদাস আছে, ততক্ষণ চিন্তা নাই । 愈 ক্ট না । সনদ এক আসিতেছে না । হরি। আবার কি গোবিন্দ গুপ্ত আসিতেছে নাকি ? দ । তাঙ্গ চইলে বিপদের কথা বটে ! * :ন । গোবিন্দ গুপ্ত নিজে আসিতেছে না, তবে ইর্য গুপ্ত আসিতেছে, আর বন্ধুবন্মা, চক্রপালিত, আদিত্যবৰ্ম্মা, দেবধর ও বিষ্ণু গুপ্ত পঞ্চাশ হাজার অশ্বারোঙ্গ লইয়া পাটলিপুত্রে আসিতেছে। * হরি । ভালুমিত্র কোথায় ? ইন্দ্র । সে মাগুত হইয়াছে, বাহুলাকে আছে । হরি। বাহুলকে আর কে রচিল ? ইন্দ্র ৷ কৃষ্ণ গুপ্ত । t হরি। ইন্দ্রলেখে, বিষম বিপদ উপস্থিত, ভগবান বুদ্ধভট্টারকের সেবার জন্ত আমাকে সত্বর পাটলিপুত্র ত্যাগ করিতে হুইবে । মদ । বলি ও বীরপুরুষ, তুমি না সাম্রাজ্যশাসন করিবে ? পঞ্চাশ হাজার সেনা আর দুইটা বালকের ভয়ে পাটলিপুত্র ছাড়িয়া পলাইতে চাই ? হরি। জান না সখি, বৃদ্ধ শৃগাল একাই সষ্টক্স, তাহার উপর যদি হর্য, বন্ধু, চক্রপালিত ও দেবধর আসিয়া জুটে, তাহা হইলে ভগবান বুদ্ধের সেবার ব্যাঘাত হইবে । ইন্দ্র । বল না কেন তোমার মুগুপাত হইবে ? হরি। কেবল মুণ্ডপাত নহে ইন্দ্রলেখে, সঙ্গে সঙ্গে পিণ্ডদান। ইন্দ্র। এখনও বাচিবার সাধ আছে ! বয়স কত হইল ? を