পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ ミや \ আসিয়া তাহাকে অভিবাদন করিয়া কহিল, “দেব, গন্ধার দেশায় মঙ্গস্থবির বুদ্ধভদ্র আপনার সাক্ষাৎ প্রার্থনা করেন।” সুরাবিষ্ণবল সঙ্ঘস্থবির কহিলেন, “কি আপদ, সেটাকে এখানে আনিল কে ?” , ” “দেব, দাস অবগত নহে ।” “সে কোথায় ?” “উস্থানের তোরণে একাকী দাড়াইয়া আছেন ।” “একাকী ? কিসে আসিয়াছে ?” “পদব্রজে ।” “সে কখনই মহাস্থবির নহে। ইন্দ্রলেখে সাবধান, বোধ হয় চর আসিয়াছে।” § ত্রয়োদশ পরিচ্ছেদ +ళీ: థీకాథీకా মাতৃস্নেহ বহুদিন পরে বহু দুঃখ ক্লেশ সহ করিয়া যুবরাজভট্টারক স্কন্দগুপ্ত পাটলিপুত্রে ফিরিয়াছেন ; হুণযুদ্ধজয়ী রাজপুত্রের অভ্যর্থনার জন্য পাটলিপুত্রের নাগরিক ও নাগরিকাগণ উন্মত্ত হইয়া উঠিয়াছে। তোরণে তোরণে অষ্ট্র প্রহর মঙ্গলবাদ্য বাজিতেছে, রাজপথসমূহ পত্র-পুষ্প-নিৰ্ম্মিত কৃত্রিম তোরণে সুসজ্জিত হইয়াছে, অট্টালিকাসমূহ পুষ্পস্তৰক মাল্য ও পতাকায় ভূষিত হইয়াছে, নাগরিক পথে পথে চন্দ্রগুপ্ত ও সমুদ্র গুপ্তের বিজয়গীতি গাহিয়া বেড়াইতৃেছে। বৃদ্ধ নাগরিকগণ বলিতেছে, দীর্ঘকাল পাটলিপুত্রের রাজপথে এমন দৃশু দৃষ্ট হয় নাই। 酸 দেখিতে দেখিতে শোণতীর হইতে যুবরাজের বাহিনী নগরের পশ্চিম