পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ ミー ○ যাইব । এক্ষণে প্রাতভ্রমণে যাইব ।” “কোথায় ?” “নগরপ্রান্তে । অনেকদিন পরে মগধে আসিয়াছি, একবার পবিত্র মগধভূমি দেখিয়া আসি ।” “পাটলিপুত্রে কি মগধ ভূমি নাই ?” “আছে, তবে গিরিনদীক্ষেত্রবিগরস্তুপ দেবকুলমণ্ডিত মগধ ভূমির বিশালত নাই,—নগর সঙ্কীর্ণ।” “কোথায় যাইবে স্থির করিয়া বল। পিতামহকে বলিয়াছ ?” “না, তিনি গঙ্গাস্নানে গিয়াছেন। কোথায় যাইব স্থির নাই, তবে যেদিকে দুই চক্ষু যায় সেই দিকেই যাইব ।" "একাকী যাইও না।” “বন্ধু, আমি কি,একাকী আত্মরক্ষায় সমর্থ নহি ?” “গুপ্ত-ঘাতকের হস্ত হইতে নহে?” “চিন্তা নাই, আমাকে কেহ হত্যা করিবে না। মাতৃহীন, সহায়ীন স্কন্দগুপ্তকে ইত্যা করিয়া কে কলঙ্কিত হইতে চাহিবে ? পিতা ইচ্ছা করিলে ইন্দ্ৰলেখার দৌহিত্রকে আর্য্যপট প্রদান করিতে পারেন । র্যাঙ্গর আদেশে মাতা আর্য্যপট হইতে তাড়িত হইয়াছিলেন, তাহারই আদেশে আমি আর্য্যপটু হইতে বহুদূরে সরিয়া যাইতে পারি, আমাকে হত্যা করিবার প্রয়োজন নাই ।” “স্কন্দ । মহাদেবী আত্মোৎসর্গ করিয়া তোমাকে আর্য্যপট্রের সোপানে স্থাপন করিয়া গিয়াছেন । মনে ভাবি ও না যে, মহারাজাধিরাজের মহামুদ্রাঙ্কিত পত্রে স্বৰ্গীয়া পটমহাদেবীর পুত্র আর্যাপট হইতে অপসারিত হইবে । পঞ্চলক্ষ পাটলিপুত্রিক নাগরিক ক্ষিপ্ত হইয়া উঠিবে, কালিকার কথা স্মরণ রাখিও । শতদ্রু-তীরের কথা স্মরণ রাখি ও--সাম্রাজ্যের সেনা জয়ধ্বনি করিবার সময়ে অন্ত নাম উচ্চারণ করে না । একাকী যাইও না, ক্ষণকাল অপেক্ষা কর, আমি আসিতেছি ।” g 铃 বাতায়ন রুদ্ধ হইল, মুহূৰ্ত্তমধ্যে সুসজ্জিত হইয়া বন্ধুবৰ্ম্ম অশ্বারোহণে যুবরাজের সহিত মিলিত হইলেন। স্কন্দগুপ্ত অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া চলিতে আরম্ভ করিলেন। কিয়দুর গমন করিয়া বন্ধুবৰ্ম্ম জিজ্ঞাসা করিলেন, “স্কন্দ্র, কোন দিকে যাইবে?” যুবরাজ কহিলেন, "চল, ృy